For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মনিরপেক্ষতা দেখানোর মরিয়া প্রচেষ্টা! প্যাণ্ডেলে আজান বিতর্কে শোরগোল সোশ্যাল মিডিয়ায়

কলকাতার পুজো মণ্ডপে আজানের রেকর্ড বাজানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। আয়োজকদের উদ্দেশে কটূক্তি করা হয়েছে। পুজো মণ্ডপে আজান সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরা

  • |
Google Oneindia Bengali News

কলকাতার পুজো মণ্ডপে আজানের রেকর্ড বাজানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। আয়োজকদের উদ্দেশে কটূক্তি করা হয়েছে। পুজো মণ্ডপে আজান সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে তাতে আজানের পর হিন্দু মন্ত্র এবং চার্চের ঘন্টার শব্দও শোনা যাচ্ছে। তবে এই ঘটনার জেরে এক আইনজীবী ফুলবাগান থানায় বেলেঘাটা ৩৩ পল্লির পুজোর আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

আইনজীবীর অভিযোগ দায়ের

আইনজীবীর অভিযোগ দায়ের

শান্তনু সিনহা নামে ওই আইনজীবী দশজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ পুরো বিষয়টিই রাজনৈতিক। এর মাধ্যমে কি সাম্প্রদায়িক সম্প্রীতি সম্ভব প্রশ্ন করেছেন তিনি। তিনি আরও বলেছেন, যদি কোনও মসজিদ থেকে গীতা পাঠ করা হয়, তাহলেও আঘাত করা হবে।

পুজো কমিটির সাফাই

পুজো কমিটির সাফাই

বেলেঘাটা ৩৩ পল্লি পুজো কমিটির তরফে অবশ্য এর সাফাই দেওয়া হয়েছে। পুজোর সম্পাদক বলেছেন, এবার তাদের থিম আমরা এক, একা নই। এই থিমের প্রেক্ষিতেই, মণ্ডপে মডেল চার্চ, মসজিদ এবং মন্দিরকে স্থান দেওয়া হয়েছে। পুজো কমিটির চেয়ারপার্সন অরূপ সিনহা বলেছেন, তাঁরা বিশ্বাস করেন তাঁরা সবাই এক। জন্মেয় সময় কিংবা রক্তে কোনও বিভেদ নেই। সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবটাই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। বলেছেন তিনি।

তৃণমূল ও মমতাকে আক্রমণ

এই ঘটনার পিছনে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা হয়েছে।

'এজিনিস মানা যায় না'

এই ধরনের দুর্গাপুজো অনেককেই আঘাত করেছে বলে দাবি করছেন কেউ কেউ। ধর্মনিরপেক্ষতার নামে এজিনিস মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করছেন অনেকে।

<strong>[ দুটি পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ভারত অশান্ত করতে নয়া ফিকির পাকিস্তানের, ইঙ্গিত ইন্টেলিজেন্স]</strong>[ দুটি পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ভারত অশান্ত করতে নয়া ফিকির পাকিস্তানের, ইঙ্গিত ইন্টেলিজেন্স]

English summary
A huge controversy has erupted after a video started doing the rounds on social media showing azaan (the Muslim call to prayer) being played from a puja pandal in Kolkata, West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X