For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গলমহলে বাঘের মৃত্যু নিয়ে টার্গেটে কেন্দ্রীয় মন্ত্রী! আদিবাসীদের নিয়ে যা বললেন মমতা

বাঘের মৃত্যু নিয়ে বাংলার আদিবাসীদের অপমান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

বাঘের মৃত্যু নিয়ে বাংলার আদিবাসীদের অপমান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, আদিবাসীরা চোরাকারবারি। আদিবাসীরা শিকার করে। এমন ভাষাতেই কথা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এই বক্তব্যের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর উচিত আদিবাসীদের কাছে ক্ষমা চাওয়া। দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলে বাঘের মৃত্যু নিয়ে টার্গেটে কেন্দ্রীয় মন্ত্রী! আদিবাসীদের নিয়ে যা বললেন মমতা

মুখ্যমন্ত্রী বলেছেন, এঁদের মতো লোক যদি মন্ত্রিসভায় থাকে, তাহলে তো সরকারেরই বিপদ। এরকম চলতে থাকলে আগামী দিনে বিপদ বাড়বে দেশে। কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কড়া ভাষায় নিন্দাও করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, আদিবাসী ভাই বোনেরা দেশের সম্পদ।

রাজ্যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অনেক জঙ্গল রয়েছে। সেই জঙ্গলগুলোকে সরকারিকর্মী এবং স্থানীয় বাসিন্দারা জীবন দিয়ে রক্ষা করেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাঘ মারার যে ঘটনা ঘটেছে, সেটা যে আদিবাসীরাই মেরেছে তা কী করে জানা গেল, এই প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফ থেকে ড্রোন দিয়ে বাঘ খোঁজার চেষ্টা হয়েছে। কিন্তু খুঁজে পাওয়া যায়নি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওখানকার আদিবাসী ভাইবোন-সহ স্থানীয় বাসিন্দারা দেড় মাসের ওপর ভাল ভাবে ঘুমোতে পারেননি। অনেকে আবার নিজের ঘর-বাড়ি ছেড়ে এদিক-ওদিক ঘুরে বেরিয়েছেন। অনেকে জীবনধারণের কাজটাও বাতিল করে দিয়েছিলেন। কেননা অনেকেই জঙ্গল থেকে কেন্দুপাতা তুলে জীবিকা নির্বাহ করেন। বাঘের আক্রমণে আাহত হয়ে দুজন এখনও হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী বাংলা সম্পর্কে কেন এইভাবে বলছেন, তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

রামনবমী কিংবা ভোটের মিছিলে আদিবাসীদের ব্যবহার করা নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। যে সময়ে রামনবমী কিংবা মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় আদিবাসীদের ব্যবহার করা হচ্ছে, সেই সময় কেন্দ্রীয় মন্ত্রীর এই নিন্দা নিয়ে কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওনাদের কথাবার্তা থেকে প্রমাণ হয়ে যায়, যে ওনারা তপশিলি, আদিবাসীদের পক্ষে নন। সাধারণ মানুষের পক্ষেও তারা নন।

আদিবাসী বিরোধী মন্তব্যের জন্য, কেন্দ্রীয় মন্ত্রীর উচিত দেশের কাছে ক্ষমা চাওয়া। মুখ্যমন্ত্রী বলেছেন, আদিবাসীকে ও বাংলাকে অপমান করার কোনও অধিকার কেন্দ্রীয় মন্ত্রীর নেই। বাংলার মানুষ এর বিরুদ্ধে জবাব দেবেন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

English summary
Union Minister has insulted Adivasis in Bengal on Tiger death, alleged Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X