For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েতে হিংসা! রাজ্যের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় কেন্দ্র, আবার রিপোর্ট তলব মুখ্যসচিবের কাছে

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হওয়া হিংসার ঘটনায় ফের জবাব তলব করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হওয়া হিংসার ঘটনায় আগেই রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের মুখ্যসচিব সেই রিপোর্ট পাঠিয়েওছিলেন। তবে কেন্দ্র সেই জবাবে সন্তুষ্ট নয়। ফের জবাব তলব করা হয়েছে।

পঞ্চায়েতে হিংসা! রাজ্যের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় কেন্দ্র, আবার রিপোর্ট তলব মুখ্যসচিবের কাছে

[আরও পড়ুন:সবচেয়ে বেশি আসন জেতা দল সরকার গড়তে পারছে না, এটাই নতুন ট্রেন্ড, দেখুন পরিসংখ্যান ][আরও পড়ুন:সবচেয়ে বেশি আসন জেতা দল সরকার গড়তে পারছে না, এটাই নতুন ট্রেন্ড, দেখুন পরিসংখ্যান ]

পঞ্চায়েতে হিংসার ঘটনায় মৃতের সংখ্যা ২৫ ছাড়িয়েছে। বিভিন্ন দলের একাধিক কর্মী-সমর্থক মারা গিয়েছেন। ভোটের দিন ৭-৮টি জেলায় লাগামছাড়া সন্ত্রাস হয়। মানুষ খুন থেকে শুরু করে বাড়ি গিয়ে মারধর, বুথে ঢুকতে না দেওয়া, ছাপ্পা ভোট, ব্যালট বাক্স ছিনতাই, জল ঢেলে দেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া, পুকুরে ফেলে দেওয়া ইত্যাদি হয়।

তার প্রেক্ষিতে কেন্দ্র রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল। পঞ্চায়েত ভোটে কী হয়েছে রাজ্য জুড়ে তা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও দেখেছেন। রাজ্যের তরফে পঞ্চায়েত ভোটে হিংসাকে বিক্ষিপ্ত ঘটনা বলে ব্যাখ্যা করা হয়। রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থও এমনকী আগের বারের ভোটের চেয়ে কম খুন হয়েছে বলে দাবি করে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

তবে রাজ্য স্বস্তিতে থাকলেও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অস্বস্তি বাড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এদিন নতুন রিপোর্ট তলব করে মুখ্যসচিবকে স্পষ্ট জানানো হয়েছে আগের রিপোর্টে কেন্দ্র সন্তুষ্ট নয়। নতুন করে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এখন রাজ্য কী রিপোর্ট দেয় সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার পঞ্চায়েত ভোট নিয়ে বলতে গিয়ে বলেছেন, রাজ্যে গণতন্ত্রের হত্যা হয়েছে। যদিও তৃণমূল পাল্টা জানিয়েছে, মোদীর দল বিজেপিই বাংলায় সন্ত্রাস করেছে।

English summary
Unhappy Narendra Modi govt seeks report again from Mamata Banerjee govt on Panchayat Poll Violence in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X