For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্দে ভারত মিশনের আওতায় নিই ইয়র্ক থেকে ১৯৩ জন ভারতীয়কে কলকাতায় ফিরিয়ে আনা হল

বন্দে ভারত মিশনের আওতায় নিই ইয়র্ক থেকে ১৯৩ জন ভারতীয়কে কলকাতায় ফিরিয়ে আনা হল

Google Oneindia Bengali News

বন্দে ভারত মিশনের আওতায় বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে নিউ ইয়র্ক থেকে ১৯৩ জন ভারতীয়কে ফিরিয়ে নিয়ে আসা হল এয়ার ইন্ডিয়ার বিমানে। এই মিশনের লক্ষ্যই হল বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো।

বন্দে ভারত মিশনের আওতায় নিই ইয়র্ক থেকে ১৯৩ জন ভারতীয়কে কলকাতায় ফিরিয়ে আনা হল


আমেরিকার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৮ জুন এয়ার ইন্ডিয়ার বিমান–১০২ আমেরিকা থেকে ওড়ে। তৃতীয় পর্যায়ের বন্দে ভারত মিশন ১০ জুন থেকে শুরু হয়েছে এবং চলবে ১ জুলাই পর্যন্ত। এই মিশনে ৩৫৬টি বিমানে করে ভারতীয়দের নিয়ে আসা হবে দেশে। জাতীয় বিমান সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, 'আন্তঃদেশীয় বিমানগুলি আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে যাত্রীদের নিয়ে বিদেশ থেকে উড়ে এ দেশে নিয়ে আসবে।’ দ্বিতীয় পর্যায়ে এই মিশনের আওতায় ১৮০টি বিমান পরিষেআ দিয়েছে এবং প্রথম পর্যায়ে যা ৭ মে থেকে ১৫ মে ছিল, ওই সময় ৬৪টি বিমান পরিষেবা দিয়েছে। ‌ ‌

প্রথম পর্যায়ে ভারতে ফেরানো হয় ১৫ হাজার ভারতীয়কে এবং ২৯ মে পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে ফেরানো হয় ৩০ হাজার জনকে। এই মিশনটি বিশ্বের বৃহত্তম প্রত্যাবাসন অনুশীলন বলে অভিহিত করা হয়েছে। মার্চ মাসে লকডাউন ঘোষণার পর থেকে বিশ্বজুড়ে ২ লক্ষের বেশি ভারতীয়কে ফিরিয়ে আনার ইচ্ছা রয়েছে কেন্দ্রের। সরকার লকডাউনের অংশ হিসাবে দেশীয় ও আন্তর্জাতিক উড়ান স্থগিত করেছিল। ৫ জুন থেকে তৃতীয় পর্যায়ের বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

রেশনের মাথায় রয়েছে গলদ! উপায় বের করে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালেন রাহুলরেশনের মাথায় রয়েছে গলদ! উপায় বের করে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালেন রাহুল

English summary
under the vande bharat mission 193 indians were brought back to kolkata from new york
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X