For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা : ব্যাকসিটে মহিলা যাত্রী, আয়না দিয়ে মহিলার দিকে তাকিয়ে অবলীলায় হস্তমৈথুন ক্যাব চালকের

Google Oneindia Bengali News

কলকাতা, ২২ জুলাই : দিল্লির পর এবার কলকাতা। ট্যাক্সি ফর সিওর-এর পর এবার 'উবার'।

ব্যাকসিটে মহিলা যাত্রীকে নিয়ে যাওয়ার সময়, গাড়ি চালাতে চালাতেই হস্তমৈথুনের দায়ে গ্রেফতার কলকাতার উবার ট্যাক্সি পরিষেবার ট্যাক্সি চালক। তিন সপ্তাহ আগে ঠিক একই অভিযোগে গ্রেফতার হয়েছিল ওলা ক্যাব অধিকৃত ট্যাক্সি পরিষেবা সংস্থা ট্যাক্সি ফর সিওর-এর চালক। কিন্তু সেবার ঘটনাটি ছিল দিল্লিতে। এবার খোদ কলকাতার বুকে ঘটল একই হাড় হিম করা ঘটনা।

<strong>সফরেই ক্যাব চালকের হস্তমৈথুন, সোস্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা জানালেন মহিলা যাত্রী</strong>সফরেই ক্যাব চালকের হস্তমৈথুন, সোস্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা জানালেন মহিলা যাত্রী

এই প্রথম অ্যাপ ভিত্তিক ট্যাক্সি পরিষেবা নিয়ে কোনও অভিযোগ উঠল। যদিও দিল্লি, বেঙ্গালুরুতে এই ধরনের অভিযোগ আগে একাধিকবার শোনা গিয়েছে। অভিযুক্ত চালকের নাম পিন্টু যাদব। উবার সংস্থার তরফে জানানো হয়েছে, ওই চালককে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। সংস্থার তরফে জানানো হচ্ছে যাদবের দেওয়া সমস্ত তথ্য যাচাই করা হয়েছিল, এবং তার সমস্ত রেকড পরীক্ষা করেই তাকে কাজে রাখা হয়েছিল। যদিও পুলিশের দাবি, পিন্টু সমস্ত ভুয়া তথ্য জমা দিয়েছিল।

ব্যাকসিটে মহিলা যাত্রী, আয়না দিয়ে মহিলার দিকে তাকিয়ে অবলীলায় হস্তমৈথুন ক্যাব চালকের

গত ৮ জুলাই, দক্ষিণ কলকাতার এলগিন রোড থেকে নেতাজি নগর যাওয়ার জন্য উবার বুক করেছিলেন ওই মহিলা। সেদিন সন্ধ্যে থেকেই বৃষ্টি হচ্ছিল। ওই মহিলা যাত্রীর অভিযোগ গাড়িতে ওঠার পর থেকেই ওই চালক সমানে 'রিয়ার ভিউ মিরর' দিয়ে তার দিকেয়ে তাকিয়ে থাকছিল। তাকে দেখে মহিলার অস্বাভাবিক লাগছিল। তারপরই তিনি দেখতে পান এই চালকের এক হাত গাড়ির স্টিয়ারিংয়ে আর এক হাতে হস্তমৈথুন চালাচ্ছে সে।

এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন মহিলা। চিৎকার করলে যদি ওই চালক কোনও অঘটন ঘটায় সেই ভয়ে চিৎকারও করতে পারছিলেন না ২৫ বছরের মহিলা। গন্তব্যে পৌঁছতেই কোনও মতে গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়িতে ঢুকে যান তিনি।

ঘটনায় এতটাই ভয় পেয়ে যান ওই মহিলা, যে সঙ্গে সঙ্গে তিনি তার এক বন্ধুকে ফোন করে গোটা ঘটনাটা জানায়। পুরো ঘটনা শুনে বন্ধুটি তাকে পুলিশে অভিযোগ দায়েরের পরামর্শ দেয়। পুলিশের কাছে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে পিন্টু যাদবকে ট্র্যাক করে এবং কয়েকদিন ধরে তার উপর নজর রাখতে শুরু করে।

সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৫০৬ নম্বর ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার দিন জামিনে ছাড়া পায় সে।

English summary
Uber driver arrested for obscenity, dismissed in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X