For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে 'জয়রাইড'! আটকাতে গিয়ে জখম এক কনস্টেবল ও এক সিভিক পুলিশ

লকডাউনে কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়ি। যা আটকাতে গিয়ে কলকাতা পুলিশের এক কনস্টেবল ও এক সিভিক পুলিশ কর্মী। কলস্টেবলের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়। দুই পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছ

  • |
Google Oneindia Bengali News

লকডাউনে কলকাতার রাস্তায় বেপরোয়া গাড়ি। যা আটকাতে গিয়ে কলকাতা পুলিশের এক কনস্টেবল ও এক সিভিক পুলিশ কর্মী। কলস্টেবলের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়। দুই পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে থাকা ৩ জনকে গ্রেফতার করেছেন পুলিশ।

বিপদের দিনেও শ্রমিকদের থেকে ৪২৯ কোটি মুনাফা সরকারের! মোদীকে নিশানা রাহুলেরবিপদের দিনেও শ্রমিকদের থেকে ৪২৯ কোটি মুনাফা সরকারের! মোদীকে নিশানা রাহুলের

 বাইপাসে বেপরোয়া গাড়ি

বাইপাসে বেপরোয়া গাড়ি

দ্রুতগতিতে পরমা আইল্যান্ড থেকে রুবির দিকে যাচ্ছিস একটি গাড়ি। আম্বেদকর সেতু পার হয়ে আসার পর সেটিকে আটকানোর চেষ্টা করেন তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তন্ময় দাস। বাধা পেয়ে লেনের মধ্যেই মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু কিছু দূর গিয়ে ফের ফিরে আসে। সেই সময় গার্ডরেল দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন ওই কনস্টেবল ও সিভিক পুলিশ কর্মী।

আহত ২ পুলিশ কর্মী হাসপাতালে ভর্তি

আহত ২ পুলিশ কর্মী হাসপাতালে ভর্তি

গাড়িটি তন্ময় দাস নামে কনস্টেবলের পায়ের পাতার ওপর দিয়ে চলে যায়। তাঁকে সাহায্য করতে যাওয়া সিভিক পুলিশ কর্মীও আহত হন। তাঁদেরকে বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি করানো হয়।

গাড়ি ভাঙচুর

গাড়ি ভাঙচুর

এই ঘটনা দেখে আশপাশের লোকেরাও ছুটে আসেন। গাড়ি চালককে মারধর করা হয়। গাড়িটিতে ভাঙচুর করা হয়।

পুলিশের হাতে গ্রেফতার ৩

পুলিশের হাতে গ্রেফতার ৩

পুলিশ পরে গাড়িটেকে তিলজলা থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর সেই সময় গাড়িতে ছিলেন রণ ও জয় নামে দুই যুবক ও এক যুবতী। লকডাউনের ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে রাস্তায় ঘোরার ইচ্ছা ছিল তাদের।

English summary
Two police personnel are injured while trying to stop a speedy car on EM Bypass
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X