For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতাতেও করোনা ভাইরাস আতঙ্ক, হাসপাতালে ভর্তি ২

কলকাতাতেও করোনা ভাইরাস আতঙ্ক। ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে একজনকে। নৈহাটির অপর বাসিন্দাকে হাসপাতালে ভর্তি হতে নির্দেশ দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতাতেও করোনা ভাইরাস আতঙ্ক। ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে একজনকে। নৈহাটির অপর বাসিন্দাকে হাসপাতালে ভর্তি হতে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার একাধিক হাসপাতালকে আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। যদিও এখনও কারও শরীরেই পাওয়া যায়নি নোবেল করোনা ভাইরাস।

 কলকাতাতেও করোনা ভাইরাস আতঙ্ক, হাসপাতালে ভর্তি ২

ভারতে প্রথম করোনা ভাইরাস আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে কেরলে। ওই মহিলা পড়ুয়া চিন থেকে এসেছিলেন ২৩ জানুয়ারি। বিমানে তাঁর পাশে বসেছিলেন গাঙ্গুলিবাগানের বছর ৩৫-এর যুবক। আপাতত তাঁর শরীরে কোনও সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি। প্রথমে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বাড়িতে আলাদা থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। এর রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে নির্দেশ আসে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য।

সূত্রের খবর অনুযায়ী, ওই ব্যক্তি এদিন সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে যান। তাঁকে প্রথমে এমারজেন্সিতে দেখার পর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। ওই বিমানেই ছিলেন নৈহাটির অপর বাসিন্দা। তাঁকে হাসপাতালে ভর্তি হতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এদিনই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হবে।

এদিকে সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কলকাতা মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিং-এর ৪০ বেডের ফিমেল ওয়ার্ডকে নোবেল করোনা ভাইরাসের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

English summary
Two persons of West Bengal coming from China have been admitted to Beleghata ID hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X