For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একটি নয়, প্রায় একইসঙ্গে দুটি নিম্নচাপ! অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ওপর বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। দুপুরের পর বৃষ্টি বাড়বে।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণবঙ্গের ওপর বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। দুপুরের পর বৃষ্টি বাড়বে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে ভারী
বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে শুক্রবার। অপরটি তৈরি হতে পারে ৩১ জুলাই। ফলে ৮ অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে বুধবার নাগাদ। বৃহস্পতিবার তা পশ্চিমবঙ্গ উপকূলে এসে পৌঁছেছে। আর ঘূর্ণাবর্তের টানে উত্তরবঙ্গ থেকে চলে এসেছে মৌসুমী অক্ষরেখাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ফলে পরের দুদিন বৃষ্টি চলবে।

তৈরি হচ্ছে অপর একটি নিম্নচাপ

তৈরি হচ্ছে অপর একটি নিম্নচাপ

আবহাওয়া দফতরের পূর্বাভাস এই নিম্নচাপের পিছনেই অপর একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা তৈরি হয়েছে। যেটি সক্রিয় হতে পারে ৩১ জুলাই, বুধবার নাগাদ। ফলে আগামী একসপ্তাহ টানা বৃষ্টির সম্ভাবনা। তবে এরইমধ্যে উত্তরবঙ্গের বৃষ্টি কমবে বলে জানানো হয়েছে।

২৬ জুলাই পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ তৈরিক কারণে সমুদ্র অশান্ত থাকবে। ২৭ জুলাই থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যেসব মৎস্যজীবী গভীর সমুদ্রে আছেন, তাঁদের শুক্রবার সন্ধের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

English summary
Two Low pressure area are created near the cost of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X