For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় এবার বাড়ি থেকে করোনা নমুনা সংগ্রহ! ২ টি ল্যাবের কাজ শুরু

কলকাতায় এবার হাসপাতাল কিংবা ল্যাবে গিয়ে নমুনা পরীক্ষা নয়, চাইলে বাড়ি গিয়েও নমুনা নেওয়া হবে। আপাতত দুটি ল্যাব এই কাজ শুরু করছে। নমুনা নেওয়ার ৪৮ ঘন্টা পরে রিপোর্ট পাওয়া যাবে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় এবার হাসপাতাল কিংবা ল্যাবে গিয়ে নমুনা পরীক্ষা নয়, চাইলে বাড়ি গিয়েও নমুনা নেওয়া হবে। আপাতত দুটি ল্যাব এই কাজ শুরু করছে। নমুনা নেওয়ার ৪৮ ঘন্টা পরে রিপোর্ট পাওয়া যাবে। তবে এই পরীক্ষা জন্য টাকা দিতে হবে।

ভারতে শুরু হয়ে গিয়েছে করোনার মহল্লা সংক্রমণ! দাবি আইসিএমআর রিসার্চ গ্রুপ সদস্যদেরভারতে শুরু হয়ে গিয়েছে করোনার মহল্লা সংক্রমণ! দাবি আইসিএমআর রিসার্চ গ্রুপ সদস্যদের

জ্বর, গলা ব্যথায় চিন্তা দূর

জ্বর, গলা ব্যথায় চিন্তা দূর

জ্বর, গলা ব্যথায় এবার চিন্তু দূর হতে চলেছে। অনেকেই জ্বরের সঙ্গে গলা ব্যথাতেও ভুগছেন। সঙ্গে রয়েছে ভয়। করোনা হয়নি তো। আবার হাসপাতালে গেলেও করোনা সংক্রমণের ভয়। সেখানে কমপক্ষে ২ থেকে ৩ দিন থাকতে হতে পারে। তাঁদের জন্য এবার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হবে।

দরকার টাকা, আধার কার্ড আর প্রেসক্রিপশন

দরকার টাকা, আধার কার্ড আর প্রেসক্রিপশন

বাড়িতে বসে এই পরীক্ষা করাতে গেলে লাগবে সাড়ে ৪ হাজার টাকা। সঙ্গে লাগবে আধার কার্ড আর চিকিৎসকের প্রেসক্রিপশন। যেখানে লেখা থাকতে হবে রোগীর কোভিড টেস্টের প্রয়োজন। রিপোর্ট পাওয়া যাবে ৪৮ ঘন্টায়।

পরিষেবায় শহরের দুটি ডায়াগনস্টিক সেন্টার

পরিষেবায় শহরের দুটি ডায়াগনস্টিক সেন্টার

বাড়িতে বসেই করোনা পরীক্ষার পরিষেবা দিচ্ছে শহরের দুটি ডায়াগনস্টিক সেন্টার। একটি হল সল্টলেকের সুরক্ষা ডায়াগনস্টিক আর ল্যান্সডাউনের পালস ডায়াগনস্টিক। পালস ডায়াগনস্টিকের তরফে জানানো হয়েছে প্রতিদিন ৫০ থেকে ১০০ নমুনা সংগ্রহের পরিকাঠামো রয়েছে তাদের। নমুনা সংগ্রহকারীরা পিপিই পরে বাইকে করে গিয়ে নমুনা সংগ্রহ করবেন। ক্যাশের পাশাপাশি অনলাইন টাকা দেওয়ার বন্দোবস্ত রাখা হয়েছে। প্রয়োজনে কেউ কালেকশন সেন্টারে গিয়েও স্যাম্পেল দেওয়া যেতে পারে।

অন্যদিকে ইতিমধ্যেই হোম কালেকশনের কাজ শুরু করে দিয়েছে সল্টলেকের সুরক্ষা ডায়াগনস্টিক। আপাতত খুব কম হলেও ভবিষ্যতে পরিকাঠামো আরও বাড়ানো হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

 প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা

প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা

রিপোর্ট নেগেটিভ হলে কোনও অসুবিধা নেই। পজিটিভ হলে, রিপোর্ট যাবে স্বাস্থ্য দফতরে। এরপর উপসর্গ থাকলে যেতে হবে হাসপাতালে। না হলে বাড়িতে হোম আইসোলেশনে থাকা যাবে। পাশাপাশি নির্দিষ্ট সময় অন্ত পরীক্ষা করে নিতে হবে।

English summary
Two labs from Kolkata have been started collection of Coronavirus sample in and around Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X