For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়েকটা দিনের অপেক্ষা! দুটো বড় উইকেট পড়ার আশায় মুকুল

কয়েকটা দিন অপেক্ষা করুন। দুটো বড় উইকেট পড়বে। নিজের ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই জানিয়েছেন মুকুল রায়। যদিও স্পষ্ট করে জানা যায়নি কোন কোন নেতা বা নেত্রী বিজেপিতে যোগদান করতে পারেন।

  • |
Google Oneindia Bengali News

কয়েকটা দিন অপেক্ষা করুন। দুটো বড় উইকেট পড়বে। নিজের ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই জানিয়েছেন মুকুল রায়। যদিও স্পষ্ট করে জানা যায়নি কোন কোন নেতা বা নেত্রী বিজেপিতে যোগদান করতে পারেন। তবে মুকুল রায় নাকি এমনও দাবি করেছেন, ২০১৯ থেকে ২০২১-এর মধ্যে উঠে যাবে তৃণমূল। এখন শুধু সময়ের অপেক্ষা।

কয়েকটা দিনের অপেক্ষা! দুটো বড় উইকেট পড়ার আশায় মুকুল

গত বছরের ৩ নভেম্বর বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। দিল্লিতে হয়েছিল সেই যোগদান পর্ব। মুকুল রায় তৃণমূলে থাকাকালীন তাঁর পাশে অনেকেই ছিলেন। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর মনে করা হয়েছিল অনেকেই যোগ দিতে পারেন বিজেপিতে। কিন্তু দশ মাস কেটে গেলেও তৃণমূল থেকে সেরকম কেউ যোগ দেননি বিজেপিতে।

তবে মুকুল রায়ের সঙ্গে কি তৃণমূলের কারও যোগাযোগ নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মুকুল রায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের অনেকের সঙ্গেই যোগাযোগ আছে তাঁর। তবে রাজনীতিতে দলবদল করতে হয় সঠিক সময়ে। তা ছাড়াও নতুন দলে কতটা জায়গা পাওয়া যাবে সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ। মুকুল রায়ের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, এক সময়ে তৃণমূলের অলিখিত দুনম্বর নেতা নাকি বলেছেন, কয়েকটা দিন অপেক্ষা করুন। দুটো বড় উইকেট পড়বে।

[আরও পড়ুন: কর্ণাটকে কংগ্রেসের বিজয় মিছিলে অ্যাসিড হামলা, টুমকুরে জখম অন্তত ১০][আরও পড়ুন: কর্ণাটকে কংগ্রেসের বিজয় মিছিলে অ্যাসিড হামলা, টুমকুরে জখম অন্তত ১০]

রাজনৈতিক মহলে বারবার ঘুরপাক খাচ্ছে দুটো বড় উইকেটের কথা। এক্ষেত্রে কোন দুজন হতে পারেন। কেউ কেউ বলছেন, অনুগামীদের চাঙ্গা রাখতেই একথা বলছেন মুকুল রায়। তবে ঘনিষ্ঠ একপক্ষ বলছেন, মুকুল রায় অনুগামীদের চাঙ্গা রাখতে এই ধরনের কথা সাধারণত বলেন না।

[আরও পড়ুন:পঞ্চায়েত প্রশ্নে নমনীয় তৃণমূল! নাম নির্বাচন নিয়ে সমাধান সূত্র বাতলে দিলেন মমতা][আরও পড়ুন:পঞ্চায়েত প্রশ্নে নমনীয় তৃণমূল! নাম নির্বাচন নিয়ে সমাধান সূত্র বাতলে দিলেন মমতা]

দিন কয়েক আগেই সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে মুকুল রায় তৃণমূল যোগ দিতে পারেন বলে গুজব ছড়ায়। বিজেপি ছাড়াও মুকুল রায় নিজেও সেই খবরের প্রতিবাদ করেন।

[আরও পড়ুন: দিল্লি থেকে উধাও সোনিয়া গান্ধী! নীল পোশাকে সানগ্লাস পরে এ কোথায় দেখা গেল তাঁকে ][আরও পড়ুন: দিল্লি থেকে উধাও সোনিয়া গান্ধী! নীল পোশাকে সানগ্লাস পরে এ কোথায় দেখা গেল তাঁকে ]

English summary
Two heavy weights from TMC may join BJP, hints Mukul Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X