For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঘের ঘরে ঘোগের বাসা! ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার রাজ্য সরকারের দুই কর্মী

খোদ নবান্নের দুই কর্মীর বিরুদ্ধেই উঠল ঘুষ নেওয়ার অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুই কর্মীকে।

  • |
Google Oneindia Bengali News

খোদ নবান্নের দুই কর্মীর বিরুদ্ধেই উঠল ঘুষ নেওয়ার অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুই কর্মীকে। পুলিশ প্রশাসন তাদের গ্রেফতার করে লালবাজারের অপরাধ দমন শাখার হাতে তুলে দেয়। উভয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে প্রতারণা চক্রকে ভাঙতে তৎপর

বাঘের ঘরে ঘোগের বাসা! ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার রাজ্য সরকারের দুই কর্মী

রাজ্যের প্রধান সচিবালয় নবান্নের স্বরাষ্ট্র দফতরে কর্মরত ছিলেন ওই দুই কর্মী। একজন ছিলেন স্বরাষ্ট্র দফতরের কনস্টেবল। অন্যজন চতুর্থ শ্রেণির কর্মী। অভিযোগ, দ্রুত চাকরি দেওয়ার নাম করে দুই কর্মী মৃতের আত্মীয়ের কাছ থেকে টাকা নিচ্ছিল, তখনই অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করা হয়।

[আরও পড়ুন:মাঝেরহাট ব্রিজ কাণ্ডে যানজট সামলাতে ছোট রাস্তাগুলিকে জনপ্রিয় করার উদ্যোগ পুলিশের][আরও পড়ুন:মাঝেরহাট ব্রিজ কাণ্ডে যানজট সামলাতে ছোট রাস্তাগুলিকে জনপ্রিয় করার উদ্যোগ পুলিশের]

শুধু তাই নয়, এই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, এঁরাই মৃত ব্যক্তির আত্মীয়ের চাকরির আবেদনের ফাইল ইচ্ছাকৃতভাবে চেপে রেখে দিয়েছিল। ফাইল চেপে রেখে তারা অর্থ আদায়ের চেষ্টায় ছিল। এদিন টাকা আদায় করতে গিয়েই হাতেনাতে ধরা পড়ে যায় দুই কর্মী। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব মলয় দে জানান, সরকার সবসময় মৃত ব্যক্তির পরিবারের প্রতি সদয় আচরণ করে এসেছে। এক্ষেত্রেও আত্মীয়রা যাতে দ্রুত চাকরি পায় সেই ব্যবস্থা করা হবে অনতিবিলম্বে।

[আরও পড়ুন: ২ হাজার টাকার নোট কি বাতিল হবে! কী দাবি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর][আরও পড়ুন: ২ হাজার টাকার নোট কি বাতিল হবে! কী দাবি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর]

English summary
Two government employees are arrested to take bribe at Nabanna. They take bribe to give job to relative of died worker,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X