For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশুপাচার চক্রে একই দিনে কলকাতা থেকে গ্রেফতার দুই নামী চিকিৎসক

সেবা প্রতিষ্ঠানের আড়ালে শিশু পাচার চক্রের পিছনে যে আরও অনেক নামী চিকিৎসকের যোগসোজোশ রয়েছে, তা ক্রমেই প্রকট হয়ে উঠছে। শিশু পাচার কাণ্ডে এই নিয়ে দশদিনে ২০ জনকে গ্রেফতার করল সিআইডি।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩০ নভেম্বর : শিশুপাচার চক্রের তদন্তে নেমে একই দিনে গ্রেফতার করা হল দুই চিকিৎসককে। কলকাতার দুই নামী চিকিৎসক শিশু পাচার চক্রে গ্রেফতার হওয়ায় চিকিৎসক মহলেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেবা প্রতিষ্ঠানের আড়ালে শিশু পাচার চক্রের পিছনে যে আরও অনেক নামী চিকিৎসকের যোগসোজোশ রয়েছে, তা ক্রমেই প্রকট হয়ে উঠছে। শিশু পাচার কাণ্ডে এই নিয়ে দশদিনে ২০ জনকে গ্রেফতার করল সিআইডি।

সিআইডি মঙ্গলবার রাতেই দুই চিকিৎসক গ্রেফতার করে। ধৃত দুই চিকিৎসক হলেন দিলীপ ঘোষ ও নিত্যানন্দ বিশ্বাস। প্রথমজন সল্টলেকের বাসিন্দা। গতকালই তাঁকে সল্টলেকের সিআইডি দফতের নিয়ে গিয়ে ম্যারাথন জেরা করা হয়।

শিশুপাচার চক্রে একই দিনে কলকাতা থেকে গ্রেফতার দুই নামী চিকিৎসক

আজও ফের তাঁকে তলব করা হয়েছিল তাঁকে।তবে তার আগেই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক শিশু বিশেষজ্ঞদের নাম উঠে এসেছে বলে সিআইডি-র দাবি। ধৃত চিকিৎসক সল্টলেকের বিজেপি নেতা হিসেবে পরিচিত। বিধাননগর পুর নির্বাচনেও তিনি বিজেপি-র প্রার্থীও হয়েছিলেন।

কলেজ স্ট্রিটের শ্রীকৃষ্ণ নার্সিংহোমের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এই নার্সিংহোমের নাম প্রকাশ্যে আসে বাদুড়িয়া কাণ্ডের পরই। এই নার্সিংহোমের মালিককে আগেই গ্রেফতার করা হয়েছিল। বাদুড়িয়ার নার্সিংহোমের আড়ালে শিশু পাচার চক্রের সঙ্গে ধৃত চিকিৎসকের প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে পুলিশ। আগেই বাদুড়িয়ার সোহান নার্সিংহোমের চিকিৎসক তপন বিশ্বাসকে গ্রেফতার করেছিল সিআইডি।

একইদিনে বেহালার পর্ণশ্রী থেকে গ্রেফতার করা হয় চিকিৎসক নিত্যানন্দ বিশ্বাসকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে এক শিশুকে মৃত বলে প্রচার করে পরে পাচার করে দেওয়া হয়েছিল। ওই শিশুর বাবা-মা এতদিন পরে সিআইডি-র দ্বারস্থ হন।

সিআইডি তপন বিশ্বাসকে গ্রেফতার করার পরই ওই দম্পতি সিআইডিকে জানান, মছলন্দপুরের একটি নার্সিংহোমে তাঁদের সন্তান জন্ম নিয়েছিল। তপন বিশ্বাস তখন জানান, শিশুটির হার্টে একটি ফুটো রয়েছে, তাকে কলকাতায় পাঠাতে হবে। সেইমতো চিকিৎসক নিত্যানন্দ বিশ্বাসের চিকিৎসাধীন ছিল শিশুটি।

ক'দিন পরে জানানো হয় ওই শিশুটির মৃত্যু হয়েছে। সিআইডি বিষয়টি খতিয়ে দেখে। তদন্তকারীরা জানতে পারেন, ওই দম্পতির শিশু মারা যাননি। শিশুকে মৃত বলে বাবা-মাকে জানিয়ে পাচার করে দেওয়া হয়েছিল অন্যত্র। তারপরই নিত্যানন্দবাবুকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসা করে আরও কয়েকজন নামী চিকিৎকের নাম জানতে পেরেছে সিআইডি। জেলার অনেক নার্সিংহোমের নামই উঠে এসেছে এই সন্দেহের তালিকায়।

English summary
Two Doctor arrested from Kolkata on the same day, the ring of child trafficking in renowned doctor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X