For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্জায় ফের বঙ্গে 'ছিনতাই' হল ঠান্ডা

coldness.আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে বাংলাদেশ এবং মলদ্বীপ ও আন্দামানের উপরে তৈরি হয়েছে দুটি ঘূর্ণাবর্ত। আবার পাকিস্তান ও আফগানিস্থানের উপরেও রয়েছে একটি পশ্চিমীঝঞ্জা।

Google Oneindia Bengali News

পৌষের কাঁপুনি ছিল এবার অনবদ্য। পারদ এতটাই নিচে নেমেছিল যে কলকাতা ও বাংলার অন্য়ান্য স্থানেও ঠান্ডা ১৪ বছর আগের রেকর্ড ছুঁয়েছিল। কথায় মাঘের শীতে বাঘও পালায়। কিন্তু, সেই শীত? প্রশ্ন সকলেরই মনে। ঠান্ডা কাঁপতে কাঁপতে অনেকেই বলছিলেন ঢের হয়েছে বাবা এবার রেহাই দে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সবখানেই ছিল একই ছবি। গঙ্গা পার হলে তো কথাই নেই। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই গত এক মাস ধরে সারাদিনে মেরেকেটে ২ থেক ৩ ঘণ্টা রোদের মুখ দেখা গিয়েছে। অধিকাংশ স্থানেই পারদ ঘোরাফেরা করেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু, মাঘ যত এগোচ্ছে ততই চড়ছে পারদ।

ঠান্ডা বিলাসিতায় কোপ, ভিলেন কে

আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে বাংলাদেশ এবং মলদ্বীপ ও আন্দামানের উপরে তৈরি হয়েছে দুটি ঘূর্ণাবর্ত। আবার পাকিস্তান ও আফগানিস্থানের উপরেও রয়েছে একটি পশ্চিমীঝঞ্জা। এই ত্রিফলা আক্রমণে আপাতত চড়বে পারদ। যার ফলে গত কয়েকদিনেই কলকাতা থেকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সবখানেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।

কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে মাত্র ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উত্তোরত্তর বৃদ্ধি পাবে। পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে সকাল থেকে কুয়াশার দাপট থাকলেও তা আস্তে আস্তে কমে যাবে এবং রৌদ্রকারোজ্জ্বল দিন বজায় থাকবে।

আবহাওয়া রিপোর্ট অনুযায়ী দক্ষিণ বাংলাদেশ এবং তার সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মলদ্বীপ ও আন্দামান-এর উপরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা সমুদ্রস্পৃষ্ট থেকে ১.৫কিলোমিটার উপরে অবস্থান করছে। এদিকে, আফগানিস্তান ও পাকিস্তানের উপরে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্জা ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে। এছাড়াও, রাজস্থান, পঞ্জাবের একটা অংশ এবং মধ্য পাকিস্তান-এর উপরে একটি ছোট ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। তবে, এর জেরে এখনই উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার এবং ওড়িশায় চলা শৈতপ্রবাহে থাবা পড়ছে না। কিন্তু, আগামী কয়েকদিনের মধ্যে এই রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে। এই পশ্চিমী ঝঞ্জার প্রভাবে উত্তরাখণ্ড ও হিমাচলে তুষারপাতের সতর্কতাও জারি করা হয়েছে।। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উত্তর প্রদেশ এবং বিহারের একটা অংশে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতে, উত্তর ভারতের এই আবহাওয়াতে গতি রুদ্ধ হবে উত্তুরের হাওয়ার। যার জেরে বঙ্গে ঠান্ডা ছিনতাই হবে। কিন্তু, ঠান্ডা এক্কেবারে উবে যাবে কি না তা এখনও কিছু বলা হয়নি। আবহাওয়ার এই ওঠা-নামায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েক স্থানে কুয়াশার দাপট থাকলেও তা ক্ষণস্থায়ী হবে। এমনকী, কুয়াশার দাপট সব স্থানে পরিলক্ষিতও হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

English summary
The Bengali month Magh has come but the cold like situation is going away slowly. The Magh is known for its coldness. Though last couple of years The Magh has not shown coldness.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X