পাগড়ি খোলা নিয়ে এবার মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
বিজেপির নবান্ন অভিযানে পাগড়ি খুলে শিখ ধর্মের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, অপমান করা হয়েছে শিখ ধর্মকে, এই দাবি জানিয়ে এবং অপরাধীদের অবিলম্বে শাস্তি আর্জি নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্ট মামলা দায়ের হয়। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টের।

এদিন মামলা দায়েরের পর, মামলাকারীর আইনজীবী অজিত কুমার মিশ্র জানান, বৃহস্পতিবার বিজেপির 'নবান্ন চলো' অভিযান কর্মসূচি চলাকালীন দেখা যায় এক শিখ যুবককে আটক করে পুলিশ। তখন টানাহ্যাঁচড়া করে তার পাগড়িটি খুলে নেওয়া হয় বলে অভিযোগ। সেই পাগড়ি খোলার ঘটনা ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে।
পশ্চিমবঙ্গের পুলিশ একজন শিখ যুবককে কী ভাবে হেনস্থা করতে পারে, এবং গ্রেফতারের সময় তার পাগড়ি খুলে নিতে পারে, তা নিয়ে উদ্বিগ্ন শিখ ধর্মের মানুষ।
মেলেনি সরকারি সাহায্য! আম্ফানে সর্বহারা দম্পতি ঠাঁই নিয়েছেন প্রতিবেশীর বাড়িতে