For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেলবন্দি থাকাকালীন সুদীপ-তাপসের চিকিৎসা! টাকা কার জানলে 'অবাক' হবেন

চিটফান্ড প্রতারণা মামলায় জেলবন্দি থাকাকালীন তৃণমূলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালের চিকিৎসার টাকা জুগিয়েছিল তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন।

  • |
Google Oneindia Bengali News

চিটফান্ড প্রতারণা মামলায় জেলবন্দি থাকাকালীন তৃণমূলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালের চিকিৎসার টাকা জুগিয়েছিল তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে এমনটাই জানা গিয়েছে। বিষয়টি স্বয়ং নেত্রীও জানতেন না বলেই দাবি।

জেলবন্দি থাকাকালীন সুদীপ-তাপসের চিকিৎসা! টাকা কার জানলে অবাক হবেন

তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে তৃণমূল নেত্রী দলের যেসব নেতার নাম বিশেষ ভাবে উল্লেখ করেন, তাঁদের মধ্যে রয়েছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। কেননা তাঁর উদ্যোগেই তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন চিটফান্ড মামলায় জেলবন্দি তৃণমূলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালের চিকিৎসার টাকা জুগিয়েছিল। ট্রেড ইউনিয়নের তরফে ফান্ড তৈরি করা হয়েছিল।

এদিন তৃণমূল নেত্রী দাবি করেন, বিষয়টি তিনি জানতেন না। বিষয়টি জানার পরে তিনি শ্রমিক সংগঠনের কাছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আর্থিক সাহায্য করার জন্যও আবেদন করেন।

নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি প্রতিহিংসা বশত সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে জেল বন্দি করেছিল। তবে তাঁদের চিকিৎসার জন্য সরকার এক পয়সাও দেয়নি বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Trinamool trade union supplies money for Sudip Banerjee and Tapas Pal's treatment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X