For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঁথির সভায় তথ্য বিকৃতির অভিযোগ! অমিত শাহকে নোটিস তৃণমূলের

মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিয়ে প্রশ্ন তোলায় অমিত শাহকে নোটিশ পাঠাল তৃণমূল। মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা আইনজীবী সেলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই নোটিশ পাঠিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিয়ে প্রশ্ন তোলায় অমিত শাহকে নোটিশ পাঠাল তৃণমূল। মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা আইনজীবী সেলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই নোটিশ পাঠিয়েছেন। তাঁর মতে অমিত শাহের মন্তব্যে সম্মানহানি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি অভিযোগে স্বপক্ষে প্রমাণ দেখান অমিত শাহ, না হলে প্রকাশ্যে দাঁড়িয়ে অভিযোগ তুলে নিন।

কাঁথির সভায় তথ্য বিকৃতির অভিযোগ! অমিত শাহকে নোটিস তৃণমূলের

কাঁথিতে বিজেপির সভায় অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির কত দাম, প্রশ্ন তুলে কটাক্ষই করেন। একই সঙ্গে অভিযোগ, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিনেছে চিটফান্ডের টাকায়, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করছেন না। তৃণমূলের অভিযোগ, অমিত শাহ বলেছেন, ছবি বিক্রি করে কোটি কোটি টাকা এসেছে।

বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানায় তৃণমূল। নোটিস পাঠিয়ে দেওয়া বিজেপির জাতীয় অফিসে। মহিলা তৃণমূল সভানেত্রীর পক্ষে নোটিসটি পাঠিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর অভিযোগ, অমিত শাহ বলেছেন, নামী শিল্পীদের ছবি যখন হাজার হাজার টাকায় বিক্রি হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি হয় কোটি কোটি টাকায়। সেই টাকা এসেছে চিটফান্ড কোম্পানি থেকে।

[আরও পড়ুন: 'মার্ডার অফ ডেমোক্রাসি', মমতাকে 'তালিবান' আখ্যা দিয়ে তোপ বিজেপি-র ][আরও পড়ুন: 'মার্ডার অফ ডেমোক্রাসি', মমতাকে 'তালিবান' আখ্যা দিয়ে তোপ বিজেপি-র ]

চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, অমিত শাহের বক্তব্য মানহানি কর। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আয় নিয়ে আয়কর বিভাগ, নির্বাচন কমিশনে হলফনামা দিয়েছেন। তাঁর দাবি অমিত শাহ প্রমাণ দেখান, না হলে প্রকাশ্যে দাঁড়িয়ে অভিযোগ তুলে নি।

English summary
Amit Shah criticises Mamata Banerjee for her involvement on drawing pictures. Amit Shah questions how much price it is,TMC sends notice to Amit Shah.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X