For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভাকেই পাখির চোখ করছে তৃণমূল, লড়বে না আসন্ন পাঁচ বিধানসভা নির্বাচনে

Google Oneindia Bengali News

trinamool-rally
কলকাতা, অক্টোবর ১০: গত আড়াই বছরে দেশের অনেক রাজ্যের বিধানসভা নির্বাচনে লড়লেও আসন্ন পাঁচটি রাজ্য নির্বাচনে কোনও প্রার্থী দেবে না বলে ঠিক করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব | এই সময় সংবাদপত্রের একটি রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আপাতত ২০১৪ সালের লোকসভা নির্বাচনকেই পাখির চোখ করে এগোচ্ছে |

তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আগামী লোকসভা নির্বাচনে উত্তর-পূর্বের বেশ কিছু রাজ্য ছাড়াও উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, হরিযানা এবং হিমাচল প্রদেশে প্রার্থী দিতে ইচ্ছুক বলে জানিয়েছে সংবাদ সূত্রটি | তৃণমূলের লক্ষ্য জাতীয় রাজনীতিতে গুরুত্ববৃদ্ধির জন্যে যতটা সম্ভব বেশি আসন জেতা দেশের অন্যান্য প্রান্তেও |

তৃণমূলের প্রতিপক্ষ সিপিএম অবশ্য রাজস্থান, দিল্লি এবং মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছে | এর মধ্যে রাজস্থানে সিপিএম ভালো ফল করবে বলেই দলের নেতৃত্বের ধারণা| রাজস্থানে সিপিএম সিপিআই, সমাজবাদী পার্টি এবং দুই জনতা দলের সঙ্গে জোট বেঁধে লড়ছে বলে জানিয়েছে এই সময়-এর রিপোর্টটি |

আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে ছত্তিসগড়, রাজস্থা, দিল্লি, মধ্যপ্রদেশ এবং মিজোরাম-এ অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন| ৮ই ডিসেম্বর নির্বাচনের ফল ঘোষণা হবে | রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পাঁচটি নির্বাচনে আগামী বছরের লোকসভা নির্বাচনেরই মহড়া হবে |

English summary
The Trinamool Congress has decided not to contest in any of the five upcoming state polls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X