For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাপসের পর কি সুদীপ? ৩ জানুয়ারিই সিবিআই দফতরে যাচ্ছেন তৃণমূল সাংসদ

তাপস পালের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়! সিবাইআইয়ে হাজিরা বিতর্ক উড়িয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করলেন, মঙ্গলবারই সিবিআই দফতরে যাচ্ছেন তিনি।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২ জানুয়ারি : তাপস পালের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়! সিবাইআইয়ে হাজিরা বিতর্ক উড়িয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করলেন, মঙ্গলবারই সিবিআই দফতরে যাচ্ছেন তিনি। সোমবারই এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। সিবিআই দাবি করেছিল, সুদীপবাবু তাঁদের ফোন করে জানিয়েছেন ১৮ জানুয়ারির আগে হাজিরা দেওয়া সম্ভব নয়।

লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীনই সুদীপবাবুকে ফোন করে তলব করেছিল সিবিআই। সুদীপবাবু তখন জানিয়েছিলেন, লোকসভার অধিবেশন শেষ হলে তিনি যোগাযোগ করবেন কেন্দ্রীয় এই সংস্থার সঙ্গে। কিন্তু তিনি যোগাযোগ না করলে সিবিআই তাঁকে পর পর তিনটি নোটিশ পাঠায়। শেষ নোটিশে সিবিআই জানিয়ে দিয়েছিল তাঁকে ৩ জানুয়ারি সিবিআই-এর সিজিও কমপ্লেক্সের অফিসে হাজিরা দিতে হবে।

তাপসের পর কি সুদীপ? ৩ জানুয়ারিই সিবিআই দফতরে যাচ্ছেন তৃণমূল সাংসদ

ইতিমধ্যে রোজভ্যালি কাণ্ডে তৃণমূলের অপর এক সাংসদ তাপস পাল গ্রেফতার হয়েছেন। এবার কি তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পালা? এই প্রশ্ন উঠে পড়েছে রাজনৈতিক মহলে। অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর্থিক লেনদেনের তথ্য রয়েছে সিবিআইয়ের হাতে। তিনি বারবার বৈঠক করেছেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে। সেই সত্যতাই যাচাই করতে চায় সিবিআই। তাই তাঁকে তলব। কিন্তু ফোন, নোটিশ জারির পরও সুদীপবাবু সিবিআই দফতরে যাননি।

শেষমেশ সব বিতর্ক উড়িয়ে তিনি জানিয়েছেন, নির্দিষ্ট দিনেই তিনি সিবিআই দফতরে যাবেন। তিনি নাকি জানিয়েছেন ১৮ জানুয়ারির আগে তিনি হাজিরা দিতে পারবেন না। এই খবরে অসন্তোষ প্রকাশ করেন সুদীপ। তিনি জানিয়ে দেন ৩ জানুয়ারিই যাবেন সিবিআই দফতরে। আরও এক মহিলা তৃণমূল সাংসদ সিবিআই স্ক্যানারে রয়েছেন।

English summary
After Tapas Paul now Sudip Banerjee? Trinamool Congress MP will appear before the CBI at 3 January.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X