For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল সাংসদ সুলতান আহমেদের জীবনাবসান, শোকপ্রকাশ মমতার

তৃণমূল সাংসদ সুলতান আহমেদের জীবনাবসান হল। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় সোমবার। বাড়িতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস সাংসদ সুলতান আহমেদের জীবনাবসান হল। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হল সোমবার সকালে। বাড়িতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর বেলভিউ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। এই ঘটনায় শোকস্তব্ধ তৃণমূল পরিবার। শোকস্তব্ধ কলকাতা ময়দানও।

[আরও পড়ুন:একদিন সত্যের জয় হবেই, নারদ তদন্ত নিয়ে প্রতিক্রিয়া মেয়রের ][আরও পড়ুন:একদিন সত্যের জয় হবেই, নারদ তদন্ত নিয়ে প্রতিক্রিয়া মেয়রের ]

তৃণমূল সাংসদ সুলতান আহমেদের জীবনাবসান, শোকপ্রকাশ মমতার

সুলতান আহমেদ হাওড়ার উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ ছিলেন। মনমোহন সিং সরকারের পর্যটন প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে কলকাতা ময়দানেও ছিল তাঁর অবাধ গতি। সম্প্রতি নারদকাণ্ডে তাঁর নাম জড়ায়। সেই কারণে তাঁকে ইডি ও সিবিআই একাধিকবার জেরা করে।

তৃণমূল সাংসদ সুলতান আহমেদের জীবনাবসান, শোকপ্রকাশ মমতার

দলীয় সাংসদ সুলতান আহমেদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি সুলতান আহমেদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি লেখেন, সুলতান আহমেদ আমার দীর্ঘদিনের সঙ্গী ছিলেন। দলে সংখ্যালঘু মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

মৌলানা আজাদ কলেজে পড়াশোনা করার সময় থেকেই তাঁর ছাত্র-রাজনীতিতে প্রবেশ। ১৯৬৯ সালে তিনি ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত হন। তার চার বছর পর তিনি যুব কংগ্রেসের সদস্য হন। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন। ১৯৮৭ ও ১৯৯৬-এ তিনি দু-বার কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। পরে উলুবেড়িয়া থেকে ২০০৯ ও ২০১৪ সালে দু-বার সাংসদ নির্বাচিত হন।

English summary
Trinamool Congress MP Sultan Ahmed passes away for heart attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X