For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১ তো বহু দূর! ২০১৮-তেই মোদীর শেষ ভাষণ, চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সাংসদ

‘২০১৮ সালেই লালকেল্লায় শেষবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ ২০১৯-এর স্বাধীনতা দিবসে তিনি আর প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকবেন না।’

Google Oneindia Bengali News

ত্রিপুরা বিজয়ের পরদিনই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি বলেন, '২০১৮ সালেই লালকেল্লায় শেষবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ ২০১৯-এর স্বাধীনতা দিবসে তিনি আর প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকবেন না। তাই ২০১৯-এ তাঁর লালকেল্লায় ভাষণ দেওয়া হবে না।'

২০২২ তো বহু দূর! ২০১৮-তেই মোদীর শেষ ভাষণ, চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সাংসদ

[আরও পড়ুন:'হেভিওয়েট' অনুব্রত এখন জেড ক্যাটাগরির! আগামী লড়াইয়ের প্রস্তুতি শুরু মমতার][আরও পড়ুন:'হেভিওয়েট' অনুব্রত এখন জেড ক্যাটাগরির! আগামী লড়াইয়ের প্রস্তুতি শুরু মমতার]

ডেরেক বলেন, 'ত্রিপুরায় লাল দুর্গের পতন ঘটিয়ে যতই উৎসাহিত হন না কেন, বিজেপি ২০১৯-এর পর দিল্লির কুর্সিতে থাকবে না। ২০১৮ সালই বিজেপির শেষ বছর। শুধু ত্রিপুরার দুটি আসন নিয়েই ওঁরা আনন্দ উপভোগ করুন। অন্য আসনগুলি আর সামলাতে পারবে না বিজেপি। আসন্ন কর্নাটক-রাজস্থান-মধ্যপ্রদেশেই তার প্রমাণ পাবে বিজেপি।'

[আরও পড়ুন:এ কি হাল তৃণমূলের! ১৬ আসনে মাত্র ৬৯৮৯, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ][আরও পড়ুন:এ কি হাল তৃণমূলের! ১৬ আসনে মাত্র ৬৯৮৯, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ]

তিনি আরও বলেন, 'এখনও বাংলার দিকে দৃষ্টি দিচ্ছে বিজেপি। তার আগে তো ২০১৯ সামলান, তারপর বাংলার দিকে চোখ তুলে তাকাবেন। ভুলে যাবেন না, আপনারা যে রাজ্যে জিতে এত উৎফুল্ল, তা একটা জেলার থেকেও ছোট। পশ্চিমবঙ্গের সবথেকে ছোট জেলা হাওড়ার থেকেও কম ভোটার ত্রিপুরায়।' এরপর তিনি বিজেপিকে কটাক্ষ করে ছন্দ করে বলেন, 'আগে ২০১৯ সামলা, তারপর ভাবিস বাংলা।'

এদিনই তিনি সংসদের দুই কক্ষে যে বিজেপির বিরুদ্ধে তাঁরা একযোগে সরব হবেন, তা স্পষ্ট করে দেন ডেরেক। বলেন, 'বার্ন স্ট্যান্ডার্ড-সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বন্ধ করে দিতে চাইছে বিজেপি। তার বিরুদ্ধে একযোগে আওয়াজ উঠবে সংসদের দুই কক্ষে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত আমরা মানব না। কেন্দ্রের জনবিরোধী সরকারকে উৎখাতের দাবি উঠবে জোটবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়েই। তবেই প্রতিবাদ হবে শক্তিশালী।'

[আরও পড়ুন: প্রাক্তন হতেই মানিকের বাড়িতে ভাবী মুখ্যমন্ত্রী! বাম-যুগাবসানে নিলেন সু-পরামর্শ ][আরও পড়ুন: প্রাক্তন হতেই মানিকের বাড়িতে ভাবী মুখ্যমন্ত্রী! বাম-যুগাবসানে নিলেন সু-পরামর্শ ]

English summary
Trinamool Congress MP Derek O'Brien throws tough challenge to BJP. He says that Narendra Modi will give his last speech in 2018 at Lalkella
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X