For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল! রাজপথে মদন, জানালেন মিছিল আগে শুরুর কারণ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামল তৃণমূল। নেতৃত্বে সুব্রত বক্সি। মৌলালি থেকে মিছিল শুরু হয়ে তা যায় ধর্মতলায় ডোরিনা ক্রসিং-এ। সেখানে মিছিলে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামল তৃণমূল। নেতৃত্বে সুব্রত বক্সি। মৌলালি থেকে মিছিল শুরু হয়ে তা যায় ধর্মতলায় ডোরিনা ক্রসিং-এ। সেখানে মিছিলে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বনধের নামে কর্মনাশা নয়, কেন্দ্রের মানুষ মারা নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদে নেমেছেন বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল! রাজপথে মদন, জানালেন মিছিল আগে শুরুর কারণ

বিকেল ৩ টেয় মৌলালি থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও, মিছিল আড়াইটে থেকেই শুরু হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারী মদন মিত্র জানিয়েছেন, বহু লোক এসে পড়ায় যাতে দীর্ঘ সময় যানজট না হয়, সেই জন্য মিছিল শুরু করে দেওয়া হয়। মিছিলে থাকা বৈশ্বানর চট্টোপাধ্যায় সাড়ের চার বছরে টাকার দামে এত পতন কেন এবং পেট্রোল-ডিজেলের এত মূল্যবৃদ্ধি কেন তার জবাব দিতে হবে নরেন্দ্র মোদীকে।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস প্রথমে ভারত বনধের ডাক দেয়। মোদী সরকারের নীতির প্রতিবাদে একই সময়ে ভারত বনধের ডাক দেয় বামদলগুলি। কিন্তু তৃণমূল কংগ্রেস জানায় বনধে বিরোধী তারা। বদলে তারা প্রতিবাদ মিছিলের ডাক দেয়।

ধর্মতলায় ডোারিনা ক্রসিং-এ হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়-সহ অন্যরা।

English summary
Trinamool congress is on the road to protest against Modi Govt on price rise and petro price hike issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X