For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার আগে তৃণমূলের লোগোয় লেগেছে নীল-সাদা ছটা, প্রোফাইল বদল মমতারও

নীল-সাদার প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা আকর্ষণ রয়েছে, তা সর্বজনবিদিত। ভোটের মুখে সেই আবার নীল-সাদা বন্দনা। এবার বদলে গেল লোগো।

Google Oneindia Bengali News

নীল-সাদার প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা আকর্ষণ রয়েছে, তা সর্বজনবিদিত। ভোটের মুখে সেই আবার নীল-সাদা বন্দনা। এবার বদলে গেল লোগো। তৃণমূলের নতুন লোগো আত্মপ্রকাশ করল লোকসভার আগে। কিছুক্ষণের মধ্যেই নতুন লোগো স্থান করে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে।

লোকসভার আগে তৃণমূলের লোগোয় নীল-সাদার ছটা, প্রোফাইল বদলে গেল মমতারও

মমতা বন্দ্যোপাধ্যায় এদিনই হাওড়ার সভা থেকে জানিয়েছেন, দু-তিনদিনের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। তার আগেই নতুন লোগো প্রকাশ করে ফেলল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত ওই লোগো। আরও আকর্ষণীয় রূপ দিতেই এই লোগো পরিবর্তনের ভাবনা বলে রাজনৈতিক মহলের ধারণা।

এতদিন তৃণমূলের লোগোর ব্যাকগ্রাউন্ডে ছিল জাতীয় পতাকা। তার উপর আঁকা ঘাসফুল। তাকে ঘিরে রিংয়ের মধ্যে লেখা 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'। আর নতুন লোগোতে জাতীয় পতাকার উপর লেখা তৃণমূল। তার নিচে লেখা- 'আমার আপনার বাংলার'। আর উপরে দলের প্রতীক জোড়াফুল। পিছনে বলয়াকৃতি রিং। তা নীল-সাদা রংয়ে পরিপূর্ণ।

[আরও পড়ুন: বিজেপির প্রার্থী তালিকা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! বিড়ম্বনায় পড়েছে রাজ্য নেতৃত্ব][আরও পড়ুন: বিজেপির প্রার্থী তালিকা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! বিড়ম্বনায় পড়েছে রাজ্য নেতৃত্ব]

মঙ্গলবার এই লোগো প্রকাশ হয়। তারপর তা দলের ৪২টি ফেসবুক পেজের প্রোফাইলে স্থান করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেলের প্রোফাইলও বদলে যায় এই ছবিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে জেরেক ওব্রায়েন-সহ সকলেরই প্রোফাইলে স্থান পায় নয়া লোগো।

[আরও পড়ুন: নিজের দলের বিধায়ককে জুতোপেটা বিজেপি সাংসদের, দেখুন ভিডিও][আরও পড়ুন: নিজের দলের বিধায়ককে জুতোপেটা বিজেপি সাংসদের, দেখুন ভিডিও]

[আরও পড়ুন: দুই আসনের জট না কাটলে বঙ্গে জোট নয় সিপিএমের সঙ্গে! রাহুলকে জানালেন সোমেন][আরও পড়ুন: দুই আসনের জট না কাটলে বঙ্গে জোট নয় সিপিএমের সঙ্গে! রাহুলকে জানালেন সোমেন]

English summary
Trinamool Congress has published new logo of party before Lok Sabha Election. Mamata Banerjee’s social media profile has been changed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X