For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত-মুকুলের পরিকল্পনার কাছে হার মমতার দলের! ইসলামপুর নিয়ে অ্যাডভান্টেজ বিজেপি

ইসলামপুর নিয়ে ভার যেন চেপে বসছে তৃণমূলের ওপর। ইতিমধ্যেই এই কাণ্ডে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশে থাকার সুযোগ নিয়েছে। তৃণমূলের নজকদারির ফাঁক গলে মৃত রাজেশ এবং তাপসের বাবাকে নিয়ে দিল্লি পৌঁছে যায়

  • |
Google Oneindia Bengali News

ইসলামপুর নিয়ে ভার যেন চেপে বসছে তৃণমূলের ওপর। ইতিমধ্যেই এই কাণ্ডে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশে থাকার সুযোগ নিয়েছে। এবার তৃণমূলের নজকদারির ফাঁক গলে মৃত রাজেশ এবং তাপসের বাবাকে নিয়ে দিল্লি পৌঁছে যায় বিজেপি। রবিবার জাতীয় মানবাধিকার কমিশনে কথা বলার পর সোমবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের।

অমিত-মুকুলের পরিকল্পনার কাছে হার মমতার দলের! ইসলামপুর নিয়ে অ্যাডভান্ডেজ বিজেপি

সূত্রের খবর অনুযাযী, শনিবার রাতেই অপারেশন সেরে ফেলে বিজেপি। মৃত রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার এবং তাপস বর্মণের বাবা বাদল বর্মণকে নিয়ে শিলিগুড়ি পৌঁছে যান বিজেপি নেতারা। তৃণমূলের জেলা নেতৃত্বের কাছে যখন এই খবর পৌঁছয় তখন মৃতের পরিবারের সদস্যরা তৃণমূলের হাতের নাগালের বাইরে। দিল্লিতে বিষয়টি নিয়ে তদারকি করছেন মুকুল রায়, সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

অমিত-মুকুলের পরিকল্পনার কাছে হার মমতার দলের! ইসলামপুর নিয়ে অ্যাডভান্ডেজ বিজেপি

রবিবার জাতীয় মানবাধিকার কমিশনে দেখা করে মৃতদের পরিবারের তরফে এই ঘটনায় কমিশনের হস্তক্ষেপ দাবি করা হয়।

এরপরেও চেষ্টার কসুর করেনি তৃণমূল। কলকাতায় তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি নেতারা ইসলামপুরে মৃতদের পরিবারকে নানা রকমের লোভ দেখাচ্ছেন। যদিও মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বিধায়ক কানাইলাল অগ্রবালের তরফে দুই মৃতের বাড়িতে গিয়ে সরকারি চাকরির প্রস্তাব ছাড়াও পাঁচলক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। দুই মৃতের পরিবারই ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। অভিযোগ, পুলিশের গুলিতে নিহত হন স্কুলের কাছে থাকা দুই প্রাক্তন ছাত্র।

English summary
Trinamool Congress has lost to the strategy of BJP's Amit Shah on Islampur issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X