For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষতিপূরণ ঘোষণা করলেন মমতা, পঞ্চায়েত নির্বাচনে নিহতদের পাশে রাজ্য সরকার

পঞ্চায়েত নির্বাচনে নিহতদের ক্ষতিপূরণ ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় পঞ্চায়েত নির্বাচনে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনে নিহতদের ক্ষতিপূরণ ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় পঞ্চায়েত নির্বাচনে নিহত ১৪ জন রাজনৈতিক কর্মীর পরিবারকে দু'লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়া হবে নিহত প্রিসাইডিং অফিসারের পরিবারকেও। নবান্ন তাঁর পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করল এদিন।

এবার মনোনয়ন পর্বের শুরু থেকেই রাজ্যজুড়ে সন্ত্রাস শুরু হয়। পঞ্চায়েত ভোট পর্বেও সেই সন্ত্রাস চলেছে অবাধে। ভোট ঘিরে রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছেন অনেকে। নবান্ন সূত্রে জানানো হয়েছে পঞ্চায়েত ভোটের বলি হয়েছেন ১৪ জন। এই ১৪ জনের পরিবারকেই ক্ষতিপূরণ দেওয়া হবে।

ক্ষতিপূরণ ঘোষণা মমতার, নিহতদের পাশে রাজ্য

এছাড়া উত্তর দিনাজপুরের প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের পরিবারকেও ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। ভোটকর্মী হিসেবে যে ক্ষতিপূরণ তাঁর জন্য বরাদ্দ, তা তো পাবেনই, এছাড়া পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে তাঁর পরিবারকে। বৃহস্পতিবারই নবান্নে তা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জানিয়েছিলেন দলমত নির্বিশেষে নিহত কর্মীদের পরিবারের পাশেও দাঁড়াবে তাঁর সরকার। এদিন সেইমতো বিজ্ঞপ্তি জারি করা হয় নবান্নের তরফে।

নবান্ন জানিয়ে দেয়, রাজ্য সরকার সবার পাশেই থাকবে। মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করা হবে সমস্ত বিষয়। উল্লেখ্য, প্রিসাইডিং অফিসার রাজকুমরা রায়ের দেহ পাওয়া যায় রেল লাইনের ধার থেকে। সেই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোটপর্বে। ট্রেনে কাটা পড়েই তাঁর মৃত্যু বলে তদন্তকারীরা মনে করছেন। যেহেতু তিনি ভোটের দায়িত্বে ছিলেন, তাই মানবিকতার বিচারেই রাজ্য সরকার তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

English summary
Trinamool Congress government issues notice to announce compensation for died man in Panchayat Election of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X