For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চাপে' পড়ল তৃণমূল! এই জেলায় প্রার্থীর এজেন্টকে অপহরণের অভিযোগ

'দাপাদাপি'র মধ্যেই এবার কিনা শাসকদলের এজেন্টকেই অপহরণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মাছিভাঙায়। কাশিপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

  • |
Google Oneindia Bengali News

'দাপাদাপি'র মধ্যেই এবার কিনা শাসকদলের এজেন্টকেই অপহরণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মাছিভাঙায়। কাশিপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনায় অভিযোগের তির জীবন জীবিকা বাস্তুরক্ষা কমিটির দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে সংগঠনের তরফে। তারা জানিয়েছে যে ব্যক্তির কথা বলা হচ্ছে, শুক্রবার হাফিজুল মোল্লা খুনে সেই ব্যক্তিও অন্যতম অভিযুক্ত। এফআইআর-এ নাম থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তাই অভিযুক্তকে আটক করে সংগঠনের তরফে কাশিপুর থানায় খবর দেওয়া হয়।

চাপে পড়ল তৃণমূল! এই জেলায় প্রার্থীর এজেন্টকে অপহরণের অভিযোগ

এদিকে, রবিবার সকালে কিছুটা ছন্দে ফিরেছে ভাঙড়ের মাছিভাঙা, খামারাইট-সহ বিস্তীর্ণ এলাকা। শুক্রবারে গুলিতে খুনের ঘটনার পর অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। খুনের পরে আরাবুলের সমর্থনকারীদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাইক-সাইকেল পুড়িয়ে দেওয়া হয় রাস্তার ওপরে। তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতারের দাবিতে চলে অবরোধ। শুক্রবার রাতে আরাবুলকে গ্রেফতারের পর অবরোধ উঠলেও, শনিবারও উত্তেজনা ছিল এলাকায়। রবিবার সকালে এলাকায় স্বাভাবিক যানবাহন চলতে দেখা গিয়েছে।

English summary
Trinamool Congress alleged abduction of their polling agent in Bhangar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X