For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াটার ট্যাক্সিতেই এবার ভ্রমণ গঙ্গা বক্ষে, সুযোগ মিলতে পারে কবে জেনে নিন

কলকাতায় এবার চালু হতে যাচ্ছে ওয়াটার ট্যাক্সি। পুজোর পরে কোনও এক সময়ে গঙ্গা বক্ষে এই ওয়াটার ট্যাক্সি নামতে চলেছে। শুধুমাত্র পর্যটকদের ব্যবহারের জন্যই চালু করা হচ্ছে ওয়াটার ট্যাক্সি।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

কলকাতায় এবার চালু হতে যাচ্ছে ওয়াটার ট্যাক্সি। পুজোর পরে কোনও এক সময়ে গঙ্গা বক্ষে এই ওয়াটার ট্যাক্সি নামতে চলেছে। শুধুমাত্র পর্যটকদের ব্যবহারের জন্যই চালু করা হচ্ছে ওয়াটার ট্যাক্সি।

ওয়াটার ট্যাক্সিতেই এবার ভ্রমণ গঙ্গা বক্ষে, সুযোগ মিলতে পারে কবে জেনে নিন

রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে গঙ্গা বক্ষে নামানো হচ্ছে ওয়াটার ট্য়াক্সি। রাজ্যের মধ্য়ে এই প্রথম। ইতিমধ্যে টেন্ডার ডাকার কাজও শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে দুটি ট্যাক্সি আনা হচ্ছে। অত্যাধুনিক এই জলযানটি আট আসন বিশিষ্ট এবং তা বাতানুকুল নয়। এক-একটি ওয়াটার ট্যাক্সির দাম পড়ছে ২০ লক্ষ টাকা করে।

এখনও পর্যন্ত ঠিক আছে শুধুমাত্র পর্যটকদের ব্যবহারের জন্যই এই ওয়াটার ট্যাক্সি রাখা হবে। প্রতিটি আসনই হবে অত্যাধুনিক মানের এবং আরামদায়ক। যাত্রীদের নিরাপত্তার জন্য ট্যাক্সিতেই থাকবে লাইফ জ্যাকেট। পরিবহণ দফতর সূত্রে খবর, দক্ষিণেশ্বর, বেলুড়ের মতো গঙ্গার ধারে দর্শনীয় স্থানগুলিতে পর্যটকদের নিয়ে যেতেই এই ওয়াটার ট্যাক্সি ব্যবহার করা হবে। এই উদ্যোগে সাড়া পেলে রাজ্যে অন্যত্রও ওয়াটার ট্যাক্সি নামানো হবে। তবে যাত্রীদের টিকিটের মূল্যের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই পরিবহণ দফতর সূত্রে খবর।

English summary
Transport Department of West Bengal is introducing water taxi in Ganga this year. Primarily they will take two water taxi. It will only for tourists.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X