জোড়া কালবৈশাখীর দাপট, ট্রেন বিভ্রাটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
কালবৈশাখীর ভোররাতে দাপট। ৭০ কিলোমিটার বেগে ঝড়়। আর এক জেরে ত্রস্ত-বিধ্বস্ত কলকাতা ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। একাধিক স্থানে ওভারহেডের তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যায়। এমনকী বহু স্টেশনে বিদ্যুৎও না থাকায় অনেক স্থানেই বহু ট্রেন আটকে পড়ে।

সকালের ট্রেনে হাওড়ার গ্রামাঞ্চল থেকে কলকাতায় আসা এক কলেজ ছাত্রী জানিয়েছেন অনেক কষ্ট করেই আসতে হয়েছে। ট্রেনের স্বাভাবিক গতি নেই। অত্য়ন্ত ধীরে ধীরে ট্রেন চলছে। অন্য়দিনের তুলনায় কলকাতা পৌঁছতে এদিন অনেকটাই দেরি হয়ে গিয়েছে বলেো জানান ওই ছাত্রী।
বর্ধমান ও হাওড়ার কর্ড লাইনেও ওভারহহেডের তার ছিঁড়ে যায়। ফলে ওই রুটে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করানো হয়। এর জেরে ওই রুটে ট্রেন চালচলের গতি মারাত্মকভাবে কমে যায়।
জানা গিয়েছে, ঝড়ের জেরে গণদেবতা এক্সপ্রেস ও কোল এক্সপ্রেসের চলাচলেও সাময়িক বিলম্ব হয়। বেশ কিছুক্ষণ মাঝপথে ট্রেন দুটি-কে দাঁড়িয়ে থাকতে হয়। ঝড়ের প্রভাবে হাওড়া ও শিয়ালদহের লোকাল ট্রেন চলাচলে বিলম্ব হয়। হাওড়ামুখী একাধিক লোকাল ট্রেনে দেরিচে চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে রাত গড়িয়ে যাওয়ার কথা। শিয়ালদহ রেল রুটেও এই সমস্যা। এরমধ্যে শিয়ালদহ স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে একটি ফ্লেক্স ভেঙে পড়ে। যার জেরে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যহত হয়। শিয়ালদহ-বজবজ রুটেও ট্রেনব চলাচল-এ বিলম্ব ঘটে। কারণ, লেক গার্ডেন্সে স্টেশনের লাগোয়া লেক উড়ালপুলের উপরে একটি গাছ উপড়ে পড়ে। এর ডালপালা গিয়ে ওভারহেড তারে গিয়ে পড়ে। দমদম স্টেশনে ঢোকার মুখে লোকাল ট্রেনের গতি ধীরে করে দেওয়া হয়। সবমিলিয়ে সকাল থেকে একন পর্যন্ত প্রায় লক্ষ খানেক যাত্রী ট্রেন পরিষেবায় দুর্ভোগে পড়েছেন।