For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭২ ঘণ্টা পাওয়ার ব্লক, বন্ধ ব্যান্ডেল স্টেশন, সপ্তাহান্তে ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা

৭২ ঘণ্টা পাওয়ার ব্লক, বন্ধ ব্যান্ডেল স্টেশন, সপ্তাহান্তে ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা

Google Oneindia Bengali News

পাওয়ার ব্লক থাকবে ৭২ ঘণ্টা। তার জেরে আজ থেকে ৩ দিন বন্ধ থাকবে ব্যাণ্ডেল স্টেশনে ট্রেন চলাচল। সপ্তাহন্তে চরম ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্যাযাত্রীর। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন ব্যান্ডেল। অসংখ্য প্যাসেঞ্জার এবং দূরপাল্লার ট্রেন এই স্টেশন দিয়ে যাতায়াত করে। জংশন স্টেশন হওয়ায় একাধিক রুটের ট্রেন এই স্টেশন িদয়ে যায়। কিন্তু পর পর তিনদিন স্টেশন বন্ধ থাকায় বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। সেই সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করা হয়েছে।

আজ থেকে তিনদিন বন্ধ ব্যান্ডেল স্টেশন

আজ থেকে তিনদিন বন্ধ ব্যান্ডেল স্টেশন

পাওয়ার ব্লক তাই আজ থেকে তিনদিন বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। শুক্রবার দুপুর থক সোমবার দুপুর পর্যন্ত ব্যান্ডেল স্টেশন দিয়ে কোনও ট্রেন চলাচল করবে না। যার জেরে বাতিল করা হয়েছে একাধিক প্যাসেঞ্জার এবং মেল ট্রেন। ব্যান্ডেল দিয়ে একাধিক রুটর ট্রন চলাচল করে থাকে। বিশেষ করে বর্ধমান কাটোয়া লাইনের একাধিক ট্রেন চলাচল করে। এমনকী দূরপাল্লার দিল্লি গামীও একাধিক ট্রেন চলাচল করে। কিন্তু পাওয়ার ব্লকের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েেছ।

কোন বিকল্প পথে চলবে ট্রেন

কোন বিকল্প পথে চলবে ট্রেন

সপ্তাহন্তে যাত্রীদের চাপ কম থাকলেও হাওড়া থেকে চুঁচুড়া ও বর্ধমান থেকে খন্নান পর্যন্ত স্পেশাল ট্রেন চলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছ। ২৭ তারিখ ৮ জোড়া ট্রেন চলবে হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত। এবং ৭ জোড়া ট্রেন চলবে
বর্ধমান থেকে খন্নান পর্যন্ত। আগামিকাল অর্থাৎ শনিবার এবং রবিবার ১৮ জোড়া ট্রেন চলবে হাওড়া থেকে চুঁচুড়া রুট। আর ১৪ জোড়া ট্রেন চলবে বর্ধমান থেকে খন্যান রুটে। ৩০ তারিখ আবার ১০ জোড়া ট্রেন চালানো হবে হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত। আর ৭ জোড়া ট্রেন চলানো হবে বর্ধমান থেকে খন্নান পর্যন্ত। সেই সঙ্গে কাটোয়া থেকে ত্রিবেণী পর্যন্ত শনি এবং রবিবর পাঁচ জোড়া করে স্পেশাল ট্রেন চলবে।

বাতিল থাকছে যেসব দূরপাল্লার ট্রেন

বাতিল থাকছে যেসব দূরপাল্লার ট্রেন

যে সব দূরপাল্লার ট্রেন বাতিল থাকছে তার মধ্যে অধিকাংশই উত্তরবঙ্গগামী। মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে আগমিকাল অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত। হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস বািতল থাকবে আজ অর্থাৎ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত। হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস বাতিল থাকবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত। শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস বাতিল থাকবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত।
কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস বাতিল থাকবে শুক্রবার থেকে সোমবর পর্যন্ত।

অসমগামী একাধিক ট্রেন বাতিল

অসমগামী একাধিক ট্রেন বাতিল

অসমগামী যেসব ট্রেন বাতিল থাকছে তার মধ্যে রয়েছে ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস। গতকাল থেকেই বাতিল রয়েছে ট্রেনটি। শনিবার পর্যন্ত বাতিল। হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস শনি এবং রবিবার বাতিল থাকবে। শিয়ালদহ-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস আজ অর্থাৎ শুক্রবর েথক রবিবার পর্যন্ত বাতিল। শিয়ালদহ-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস শুক্রবার পর্যন্ত বাতিল। নিউ জলপাইগুড়ি-দিঘা পাহাড়িয়া এক্সপ্রেস শুক্র এবং শনিবার বন্ধ থাকছে। মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বাতিল থাকছে। কামাখ্যা-পুরী এক্সপ্রেস শনিবার পর্যন্ত বাতিল। হাওড়া-কাটিহার এক্সপ্রেস সোমবার পর্যন্ত বাতিল। কলকাতা-যোগবাণী এক্সপ্রেস শনিবার বাতিল। শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস রবিবার পর্যন্ত এবং শিয়ালদহ-কামাখ্যা সামার স্পেশাল শনিবার পর্যন্ত বাতিল। নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল ২৭ মে পর্যন্ত বাতিল। গুয়াহাটি-কলকাতা স্পেশাল রবিবার পর্যন্ত বািতল। নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ সামার স্পেশাল শুক্রবার পর্যন্ত বাতিল থাকবে।

বিকল্প অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত

বিকল্প অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত

যাত্রীদের কথা মাথায় রেখে বাস চালানোর সিদ্ধান্ত নেওয় হয়েছে। কাটোয়া বা বর্ধমান থেকে যাতায়াতের জন্যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে অতিরিক্ত বাস চালানো হবে। সেটা অবশ্য যাত্রীদের চাপের উপরে নির্ভর করবে। যাত্রীদের চাপ বেশি থাকলে কাটোয়া এবং বর্ধমান থেকে অতিরিক্ত বাস কলকাতা পর্যন্ত চালানো হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

Weather update: বৃষ্টি হলেও কমছে না গরম, আজও ভিজবে শহরWeather update: বৃষ্টি হলেও কমছে না গরম, আজও ভিজবে শহর

English summary
Train canceled due to power block at Bandel station for 72 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X