For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৌশলী প্রচার! শাহরুখ-এর বিরুদ্ধে কেআইএফএফ-এর মর্যাদাহানির অভিযোগ

কাঠগড়ায় শাহরুখ খান। তাঁর বিরুদ্ধে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মর্যাদাহানির অভিযোগ উঠেছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নতুন ছবি দেখানো হয়েই থাকে।

  • By Soumyabrata Chatterjee
  • |
Google Oneindia Bengali News

কাঠগড়ায় শাহরুখ খান। তাঁর বিরুদ্ধে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মর্যাদাহানির অভিযোগ উঠেছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নতুন ছবি দেখানো হয়েই থাকে। কিন্তু, সেই ছবির নির্বাচনের সিদ্ধান্ত নির্ভর করে জুরি বোর্ডের উপরে। ফলে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর উদ্বোধনে শাহরুখ যা করলেন তাতে জোরদার বিতর্কে ইন্ধন মিলেছে।

কৌশলী প্রচার! শাহরুখ-এর বিরুদ্ধে কেআইএফএফ-এর মর্যাদাহানির অভিযোগ

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চে শাহরুখ খানকেও সম্মান জানানো হয়েছিল। পরে শাহরুখকে বক্তব্য রাখার জন্য ডাকা হয়। আর সেই সময়ই শাহরুখ-এর অনুরোধে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের-এর মঞ্চের পর্দায় ভেসে ওঠে 'জিরো' ছবির ট্রেলার। শাহরুখ খানের 'জিরো' ছবির ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কয়েক লক্ষ মানুষ সেই ট্রেলার দেখেও ফেলেছেন। কিন্তু, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো এক মঞ্চে এভাবে ছবির ট্রেলার দেখানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

কৌশলী প্রচার! শাহরুখ-এর বিরুদ্ধে কেআইএফএফ-এর মর্যাদাহানির অভিযোগ

কেআইএফএফ-এর মঞ্চে বক্তব্য রাখার সময় শাহরুখ বলে ওঠেন, 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ আমার ছবি তো চলে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী কি ট্রেলার দেখানোর অনুমতি দেবেন?' শাহরুখের এই বক্তব্য শেষ হতে না হতেই পর্দায় চলতে শুরু করে 'জিরো' ছবির ট্রেলার। বেশকিছু সিনেমাপ্রেমীদের অভিযোগ, আগে থেকে বিষয়টি ঠিক করা না থাকলে এভাবে কথা শেষ হতে না হতেই 'জিরো' ছবির ট্রেলার দেখানো সম্ভব নয়।

কৌশলী প্রচার! শাহরুখ-এর বিরুদ্ধে কেআইএফএফ-এর মর্যাদাহানির অভিযোগ

কৌশলী প্রচার! শাহরুখ-এর বিরুদ্ধে কেআইএফএফ-এর মর্যাদাহানির অভিযোগ

এই নিয়ে অবশ্য কেআইএফএফ কর্তৃপক্ষের কোনও বিবৃতি পাওয়া যায়নি। রুষ্ঠ সিনেমাপ্রেমীদের অভিযোগ, যেখানে বাংলা ছবির ১০০ বছর-কে স্মরণ করা হচ্ছে সেখানে এমনভাবে শাহরুখ নিজের ছবি-র নির্লজ্জ প্রচার করতে পারেন কী করে? এমনকী, যে মঞ্চে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, প্রথথেশ বড়ুয়া ও হৃষিকেশ মুখোপাধ্য়ায়ের কথা বলা হচ্ছে সেখানে 'জিরো' ছবির ট্রেলার প্রদর্শনকে মেনে নেওয়া যায় না বলেও অনেকে মন্তব্য করেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

[আরও পড়ুন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে নক্ষত্র সমাবেশ][আরও পড়ুন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে নক্ষত্র সমাবেশ]

English summary
After showing the trailer of Zero in KIFF 2018, Shah Rukh Khan has landed in a controversy. Cine lovers are accepting this kind of promotion in KIFF.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X