For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরের নার্সিংহোমেও সদ্যোজাত পাচার চক্র, ধৃত ৩ মহিলা, চিকিৎসকের বাড়ি সিজ

নার্সিংহোমে সদ্যোজাত পাচারের তদন্ত নেমে সিআইডি-র আতস কাচের তলায় তাবড় চিকিৎসকরা, শহরের অনেক নার্সিংহোমও। কলকাতা শহরের দু’টি নার্সিংহোম থেকে গ্রেফতার করা হল তিন মহিলাকে।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৩ নভেম্বর : কেঁচো খুড়তে গিয়ে বেরিয়ে পড়ছে কেউটে। একটি নার্সিংহোমে সদ্যোজাত পাচারের তদন্ত নেমে সিআইডি-র আতস কাচের তলায় তাবড় চিকিৎসকরা, শহরের অনেক নার্সিংহোমও। কলকাতা শহরের দু'টি নার্সিংহোম থেকে গ্রেফতার করা হল তিন মহিলাকে। বাদুড়িয়ায় এক চিকিৎসকের বাড়ি সিজ করে দেওয়া হল এই চাঞ্চল্যকর ঘটনায়।

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতা শহরের দুটি নার্সিংহোমে সদ্যোজাত পাচারের যোগসূত্র খুঁজে পেলেন তদন্তকারীরা। আরও চারটি নার্সিংহোমে এ ধরনের কাজকর্ম হত বলেও জানতে পেরেছেন সিআইডি-র তদন্তকারী অফিসাররা। বাদুড়িয়ার নার্সিংহোমে যে শিশু পাচার চক্রের হদিশ পাওয়া যায়, শহর-শহরতলি এমনকী জেলার বিভিন্ন নার্সিংহোমেও সেই জাল ছড়িয়ে রয়েছে বলে সিআইডি-র বিশ্বাস ছিল। আর তা-ই সত্যরূপে ধরা পড়ছে।

শহরের নার্সিংহোমেও সদ্যোজাত পাচার চক্র, ধৃত ৩ মহিলা, চিকিৎসকের বাড়ি সিজ

বুধবার সল্টলেকের একটি নার্সিংহোমে অভিযান চালিয়ে পারমিতা বন্দ্যোপাধ্যায় নামে এক সেবিকারে গ্রেফতার করে সিআইডি। এই নার্সিংহোম থেকেও যে সদ্যোজাত পাচার হত, তার প্রমাণও মিলেছে তদন্তকারীদের হাতে।

এদিনই জেমল লং সরণীর একটি নার্সিংহোম থেকে গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে। সিআইডি জালে ধরা পড়ে নার্সিংহোমের দুই স্বাস্থ্যকর্মী প্রভা প্রামাণিক ও পুতুল বন্দ্যোপাধ্যায়।

এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নেমে শহরের একাধিক চিকিৎসকের নামও উঠে এসেছে সিআইডি-র কাছে। তেমনই একজন ডা. তপন বিশ্বাস। তাঁর বাড়িতে অভিযান চালিয়েও দেখা মেলেনি চিকিৎসকের। তপনবাবুর স্ত্রী ও ভাইকে আটক করা হয়েছে। এবং ওই চিকিৎসকের বাড়িও সিজ করে দেওয়া হয়। তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের জাল বহুদূর পর্যন্ত ছড়িয়েছে। দ্রুত সেই জালকে গুটিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছে সিআইডি।

English summary
The trafficking ring is active in nursing home of Kolkata, arrested 3 women, doctors Home Siege.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X