For Quick Alerts
For Daily Alerts
পাওনা টাকা চাইতেই খুনের হুমকি! প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
বকেয়া টাকা চাওয়ায় খুনের হুমকি মহিলাকে। এমনই অভিযোগ কলকাতার এক জনসংযোগ সংস্থার কর্ণধার অতসী ভৌমিকের । বিভিন্ন সিনেমার বাণিজ্যিক প্রমোশনের কাজ করে সংস্থাটি। অভিযুক্ত প্রযোজক রমেশ চাঁদ সিংহলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন জনসংযোগ সংস্থার ওই কর্ণধার।

প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ
জনসংযোগ সংস্থার কর্ণধার অতসী ভৌমিকের দাবি, বছর সাত আগে প্রযোজক রমেশ চাঁদ সিংহলের 'পলাতক' ছবি প্রমোশন করেছিল তাঁর সংস্থা। কিন্তু এখনও পর্যন্ত পুরো
টাকা মেটানো হয়নি বলে অভিযোগ করেছেন অতসী ভৌমিক। বারবার অনুরোধে কাজ হয়নি। পরবর্তী সময়ে ফোন ধরা বন্ধ করে দিয়েছিলেন ওই প্রযোজক।

প্রযোজকের বাড়িতে
সোমবার প্রযোজকের বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন অতসী ভৌমিক। পাওনা টাকা চাওয়ায় তাঁকে কাটারি দিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

থানায় অভিযোগ
এরপর বাঁশদ্রোণী থানায় গিয়ে অভিযোগ দায়ের করে অতসী ভৌমিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।