For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ চতুর্থী, ছুটির আমেজে শুরু দুর্গাপুজোর হুল্লোড়, ভিড়ের আশঙ্কায় সতর্ক প্রশাসন

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৭ অক্টোবর : আজ একে চতুর্থী তার উপরে শনিবার। ফলে পুজোর হুল্লোড় শুরু হয়ে গিয়েছে পুরোদমে। প্যান্ডেলে প্যান্ডেলে আজই একটু একটু করে ভিড় জমতে শুরু করেছে। এদিন সন্ধ্যা ও আগামিকাল রবিবার সকাল থেকেই কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলিতে ভিড় উপচে পড়বে বলেই মনে করা হচ্ছে। [জেনে নিন দুর্গাপুজো বা নবরাত্রির ৯টি দিনের গুরুত্ব]

আর সেদিকে তাঁকিয়েই প্রথম থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। বেশি ভিড় হয় যেসব অঞ্চলগুলিতে, বিশেষ করে দক্ষিণ কলকাতায়, সেখানে অনেক বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনওরকম বিশৃঙ্খলা এড়িয়ে রাজ্যবাসী যাতে সুস্থভাবে পুজো উপভোগ করতে পারে তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক তরফে জানানো হয়েছে। [দুর্গাপুজো স্পেশাল : প্যান্ডেল হপিং শুরু হোক তবে...কিন্তু কোথায়? কেন?]

আজ চতুর্থী, ছুটির আমেজে শুরু দুর্গাপুজোর হুল্লোড়

এবছর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে আগেভাগে জেনে যাওয়ায় শহরের বড় পুজোগুলির উদ্যোক্তারা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে যেকোনওরকম বিপদের মোকাবিলার ব্যবস্থাই যাতে পুজো প্যান্ডেলে রাখা হয় সেবিষয়ে প্রশাসনিক তরফে বারবার সতর্ক করে দেওয়া হয়েছে। [দুর্গাপুজো স্পেশ্যাল : সেলুলয়েডে দুর্গাপুজোর কিছু মুহূর্ত]

এখন সাধারণভাবে মহালয়ার পর থেকেই দুর্গাপুজোর আমেজ তৈরি হয়ে যায়। মোটামুটিভাবে চতুর্থী বা পঞ্চমীর মধ্য়েই প্রতিমা দর্শনের হিড়িক পড়ে যায়। আর এবার এই দুটি দিনই ছুটির দিন হওয়ায় পুজোর ভিড় প্রায় শুরু হল বলে। [দুর্গা পুজোয় পাঁচটি করে জিনিস আবশ্যিক, জানুন সেই 'পঞ্চ' বিষয়]

বিশেষ করে স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও যুব সমাজের একটা বড় অংশকে এই সময়ে রাস্তায় দেখা যায়। এমনকী সপ্তমী-নবমীর ভিড়কে এড়াতে প্রথমদিনগুলিকে টার্গেট করেন অনেকেই। ফলে মহালয়ার পরপরই উদ্বোধন হয়ে যায় বেশিরভাগ বড় পুজোর। আর মানুষও রাস্তায় নেমে পুজো উপভোগ করেন। [দুর্গাপুজো স্পেশ্যাল: দুর্গাপুজোর সেরা ৫ বিজ্ঞাপন]

তাছাড়া এবার পুজো মাত্র তিনদিনের হওয়ায় এই সপ্তাহান্তকেই টার্গেট করেছেন অনেক মানুষ। ফলে বলা যায়, পুজোর বাদ্যি বেজে গিয়েছে চতুর্থীতেই। [পুজো স্পেশ্যাল: সেলুলয়ডে দুর্গাপুজোর কিছু মুহূর্ত]

English summary
Today is Chaturthi, Durga puja starts, Police is ready to handle big crowd
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X