করোনা সংক্রমণ রুখতে নিকো পার্কে জীবাণুনাশক স্প্রে
এবার করোনা আতঙ্ক সল্টলেক নিকো পার্কে ক্রমেই পার্কে ঘুরতে আসা মানুষের সংখ্যা কমছে পার্ক কর্তৃপক্ষ তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। করোনাভাইরাস আতঙ্ক সল্টলেকে নিকো পার্কে ক্রমশ পার্কে ঘুরতে আসা মানুষের সংখ্যা আতঙ্কে কমে যাচ্ছে নিকো

কর্তৃপক্ষ পার্কে ঘুরতে আসা মানুষজনকে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে পার্ক কর্তৃপক্ষ সমস্ত ভিতরে যে রাইড গুলো আছে সেগুলি কুড়ি মিনিট দেরিতে ছাড়ছে তার কারণ সাধারণ মানুষ রাইড চড়ার পরে স্যানিটাইজার দিয়ে ভালো করে পরিষ্কার করা হচ্ছে। এছাড়া যাদের জ্বর বা কাশি হচ্ছে ন্যায্যমূল্যে মাস্ক দেয়া হচ্ছে' ।
এক জায়গায় জড়ো হতে বারণ করা হচ্ছে এছাড়া ভিতরে ডাক্তার এর ব্যবস্থা করা হয়েছে যাতে পার্কে ঘুরতে আসা মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে সেটা সামাল দিতে পারে সেই কারণে এই সমস্ত উদ্যোগ নেয়া হয়েছে যদিও এই করোনা আতঙ্কের কারণে পার্কের মধ্যে তুলনামূলক ভাবে অনেক লোকজন কম আসছে