For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে অধীর চৌধুরীর মন্তব্যের তারিফ! কাউন্সিলর খুনে মমতাকে সিবিআই তদন্তে বাধ্য করতে উপায় শুভেন্দুর

  • |
Google Oneindia Bengali News

একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই দলের দুই কাউন্সিলরের (councillor) হত্যার ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে বলেন, সিবিআই তদন্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বাধ্য করতে হবে।

 ঝালদা ও পানিহাটিতে কাউন্সিলর খুন নিয়ে

ঝালদা ও পানিহাটিতে কাউন্সিলর খুন নিয়ে

রবিবার বিকেলে দুই ঘন্টার ব্যবধানে ঝালদা ও পানিহাটিতে যথাক্রমে কংগ্রেস ও তৃণমূলের দুই কাউন্সিলর খুন হয়েছে। এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেন, ঝালদায় প্রমাণ হয়ে গিয়েছেন পুলিশ ঘটনায় জড়িয়ে রয়েছে। আর পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের মৃত্যু তদন্ত নিয়ে স্ত্রীর দুদিনে দুইরকম বয়ানের কথা উল্লেখ করেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত সোমবার প্রয়াত নেতার স্ত্রী সিবিআই তদন্ত চাইলেও, এদিন তিনি সিআইডি তদন্তের কথা বলেছেন।

আদালতে গেলেই বাধ্য হবেন সিবিআই তদন্ত করতে

আদালতে গেলেই বাধ্য হবেন সিবিআই তদন্ত করতে

শুভেন্দু অধিকারী বলেন বলেন, পশ্চিমবঙ্গ সরকারের উচিত দুটি ঘটনারই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া। কিন্তু তারা তা করবে না। তিনি আরও বলেন, ঝালদার ঘটনায় আইসি ঝালদা সরাসরি জড়িত। দুটি পরিবারেরই উচিত আদালতে গিয়ে আদালতের পর্যবেক্ষণে সিবিআই তদন্তের দাবি করা।
কটাক্ষ করে তিনি বলেছেন, আইসিকে ধরলে তিনি বলবেন এসপির কথা। এসপিকে ধরলে তিনি আইজি আইনশৃঙ্খলার কথা বলবেন। আর আইজি আইনশৃঙ্খলাকে ধরলে তিনি ডিজির কথা বলবেন। ডিজিকে ধরলে তিনি হয়তো মুখ্যমন্ত্রীর কথা বলবেন।

অধীর চৌধুরীর মন্তব্যের তারিফ

অধীর চৌধুরীর মন্তব্যের তারিফ

এদিন শুভেন্দু অধিকারী সংসদে ঝালদা ও পানিহাটির খুনের ঘটনা নিয়ে অধীর চৌধুরীর মন্তব্যের তারিফ করেন। বিরোধী দলনেতা বলেন, সত্যি কথাই বলেছেন অধীর চৌধুরী। প্রসঙ্গত অধীর চৌধুরী এদিন সংসদে বলেছেন পশ্চিমবঙ্গে রাজনীতি করার মতো গণতান্ত্রিক পরিবেশ এই তৃণমূল সরকার শেষ করে দিয়েছে। বহরমপুর পুরসভার নির্বাচনের উপলব্ধি থেকেই উনি বলেছেন বলেই মনে করেন শুভএন্দু অধিকারী। তবে সেই কথা অধীর চৌধুরীর নিজের নাকি দলের তা নিয়ে প্রশ্ন করেন শুভেন্দু অধিকারীা।

হিংসা শুধুই পশ্চিমবঙ্গে

হিংসা শুধুই পশ্চিমবঙ্গে

শুভেন্দু অধিকারী বলেন, খুনের খবর পাওয়ার পরেই পুরুলিয়ার বিজেপি সাংসদ ঝালদায় কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে গিয়েছিলেন। ফলে দুই পরিবারের প্রতিই তাদের সমবেদনা সহানুভূতি আছে। জনপ্রতিনিধিদের খুনের কালচার কেউ সমর্থন করে না বলেো মন্তব্য করেন তিনি। বিরোধী দলনেতা বলেন, ৫ রাজ্যে ভোট হয়েছে, পঞ্জাবে সরকার পরিবর্তন হয়েছে, বাকি রাজ্যগুলিতে বিজেপির সরকার ফিরে এসেছে। কোথাও কোনও গোলমাল নেই বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে গোলমালের জন্য দায়ী পুলিশমন্ত্রী। পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পুলিশকে ভোটের কাজে নগ্নভাবে ব্যবহার করেন বলেও অভিযোগ করেন তিনি। এব্যাপারে তিনি তাহেরপুর পুরবোর্ডের কথা বলেছেন। প্রসঙ্গত সিপিএম তাহেরপুর দখলের দিনই বদলি করে দেওয়া হয় সেখানকার ওসিকে।

তুষারাবৃত পাহাড়ে কবাডি খেলছেন আইটিবিপির জওয়ানরা, দেখুন ভাইরাল ভিডিওতুষারাবৃত পাহাড়ে কবাডি খেলছেন আইটিবিপির জওয়ানরা, দেখুন ভাইরাল ভিডিও

English summary
To force Mamata Banerjee for CBI enquiry Suvendu Adhikari says councillor's family must go to Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X