For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্য সেন স্ট্রিটে 'আক্রান্ত' সিপিএম-এর পার্টি অফিস! গ্রেফতার ৩ এসএফআই কর্মী

কোনও জেলা কিংবা জেলা সদরে নয়। এবার কলকাতায় সিপিএম-এর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সূর্য সেন স্ট্রিটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

কোনও জেলা কিংবা জেলা সদরে নয়। এবার কলকাতায় সিপিএম-এর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সূর্য সেন স্ট্রিটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু-সহ কয়েকজনকে উদ্ধার করে। অন্যদিকে সেখান থেকে ছাত্র সংগঠনের ৩ জনকে পুলিশ গ্রেফতার করে বলে অভিযোগ এসএফআই-এর।

সূর্য সেন স্ট্রিটে আক্রান্ত সিপিএম-এর পার্টি অফিস! গ্রেফতার ৩ এসএফআই কর্মী

রাত প্রায় সাড়ে নটা। সূর্য সেন স্ট্রিটের সিপিএম পার্টি অফিস। রাজ্যে সিপিএম-এর পুরনো পার্টি অফিসগুলির মধ্যে অন্যতম। জানা গিয়েছে, সেখানে তখন ছিলেন প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু ও এসএফআই-এর বেশ কয়েকজন। অভিযোগ, হঠাৎই সেই পার্টি অফিস ঘিরে ফেলে তৃণমূলের বেশ কয়েকজন। পার্টি অফিসের ভিতরে ঢুকে স্লোগান দিয়ে ভাঙচুরের চেষ্টা করা হয় বলে অভিযোগ।

সিপিএণ নেতা অনাদি সাহু জানিয়েছেন, প্রতিবছরের মতো এবছরেও মিত্র ইনস্টিটিউশন(মেন)-এর শিক্ষক বরুণ বিশ্বাসের স্মরণ সভার আয়োজন করেছিল এসএফআই। গতবছরের মতো এবছরেও বাধা দেয় তৃণমূল। এনিয়েই তৃণমূলের সঙ্গে বচসা হয়েছিল এসএফআই কর্মীদের। এরপর সেই এসএফআই কর্মীদের খুঁজতে সূর্য সেন স্ট্রিটের পার্টি অফিসে যায় তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন। সেখানে ঢুকতে বাধা পেয়ে দলে ভারি হয়ে আসে। প্রায় শখানেক তৃণমূল কর্মী এই পার্টি অফিস ঘিরে ফেলে ও ভাঙচুরের চেষ্টা করে।

তৃণমূলের অভিযাগ, এসএফআই-এর বেশ কয়েকজন সদস্য তাদের সদস্যদের ওপর হামলা চালিয়ে সূর্য সেন স্ট্রিটে সিপিএম-এর পার্টি অফিসে গিয়ে আশ্রয় নিয়েছিল।

দুপক্ষই থানায় অভিযোগ জানায়। তবে এসএফআই-এর অভিযোগ, তাদের রাজ্য কমিটির তিনজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

English summary
TMCP allegedly attacks CPM party office at Surya Sen Street in College Street area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X