For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পকেটে শুধু ২১-এর ব্যাজ! একটি দিনের জন্য ট্রেনে অলিখিত ছাড়

শুরুটা হয়েছিল দিন তিনেক আগে থেকে। আর সমাবেশের দিন বেশিরভাগ ক্ষেত্রেই কর্মী সমর্থকদের কারও টিকিট লাগছে না।

  • |
Google Oneindia Bengali News

শুরুটা হয়েছিল দিন তিনেক আগে থেকে। সংরক্ষিত কামরায় টিকিট না থাকা সত্ত্বেও সংরক্ষিত কামরার যাত্রীদের অসুবিধার কারণ হয়েছিলেন কলকাতা মুখী তৃণমূল কর্মী-সমর্থকরা। আর সমাবেশের দিন বেশিরভাগ ক্ষেত্রেই কর্মী সমর্থকদের কারও টিকিট লাগছে না।

 পকেটে শুধু ২১-এর ব্যাজ! একটি দিনের জন্য ট্রেনে অলিখিত ছাড়

বলা যেতে পারে, বুকে ২১ জুলাইয়ের ব্যাজ থাকলেই টিকিট পরীক্ষকরা আর কাউকেই ধরছেন না।

রোজকারের যাত্রীরাই তুলে ধরছেন ট্রেনে বিনা টিকিটে ২১-এর যাত্রীদের ভ্রমণ কাহিনী। শিয়ালদহ হোক কিংবা হাওড়া ট্রেন থেকে নেমে দলে দলে কর্মী-সমর্থক চলেছেন ধর্মতলার পথে। প্রতিদিনের কাজের মতোই টিকিট পরীক্ষাও তাদের বললেন, টিকিট দেখাতে। সঙ্গে সঙ্গে পকেট থেকে বেরিয়ে আসছে ২১-এর ব্যাজ। টিকিট পরীক্ষকেরও অনুরোধ, বুকে লাগিয়ে রাখলেই আর কোনও সমস্যা থাকে না। কেননা ফেরার সময়ও তো একই পরিস্থিতি তৈরি হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক টিকিক পরীক্ষকরা জানাচ্ছেন, ২১-এর সমাবেশে যোগদানকারী কাউকে কোনওভাবে আটক করলেই নেতারা ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন। আর টিকিট পরীক্ষকরাও কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে চাইছেন না। রেলের ক্ষতি হলেও একটি দিনের জন্য অলিখিত ছাড়। বলছেন রোজকারের যাত্রীরা।

English summary
TMC workers allegedly roaming without tickets in Trains to join 21July Shahid Dibas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X