For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশের 'কাজ' করছে শাসকদল! বাধা দিতে গিয়ে বারুইপুরে আক্রান্ত পুলিশ

পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়ার শেষ দিনে উত্তপ্ত বারুইপুর। এদিন সকাল থেকে মহকুমা শাসকের দফতরে যাওয়া বিরোধীদের তৃণমূল বাধা দিতে থাকে বলে অভিযোগ। পরে পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়ার শেষ দিনে উত্তপ্ত বারুইপুর। এদিন সকাল থেকে মহকুমা শাসকের দফতরে যাওয়া বিরোধীদের তৃণমূল বাধা দিতে থাকে বলে অভিযোগ। পরে পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। এরপরেই পুলিশ লাঠি চার্জ করে ভিড় সরিয়ে দেয়।

পুলিশের কাজ করছে শাসকদল! বাধা দিতে গিয়ে বারুইপুরে আক্রান্ত পুলিশ

সকালে বারুইপুরে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বিজেপির এক প্রার্থী। সঙ্গে তাঁর মেয়েও ছিলেন। একসময় সেই বিজেপি প্রার্থীর ওপর তৃণমূল সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। বাধা দিতে গেলে বিজেপি প্রার্থীর মেয়েকেও ব্যাপক মারধর করা হয়।

অভিযোগ, সকাল থেকে যাঁরা বারুইপুরের মহকুমা শাসকের দফতের কাছাকাছি গিয়েছেন সবার দেহ এবং ব্যাগ তল্লাশি করছে সেখানে থাকা তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিরোধীদের অভিযোগ, যাতে কোনও বিরোধী প্রার্থী শেষ দিনেও মনোনয়ন জমা দিতে না পারে তার জন্যই এই ব্যবস্থা।

একটা সময়ে সেখানে থাকা এক পুলিশকর্মী বাধা দিতে গেলে, তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই বেশ কয়েকজন পুলিশকর্মী এই সব তৃণমূল কর্মীকে সরিয়ে দেয়।

যদিও তৃণমূলের তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

English summary
TMC workers allegedly attacks Police officer at Baruipur sub division office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X