For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুব্রত মুখোপাধ্যায়ের বোনকে প্রার্থী করেও প্রতীক প্রত্যাহার তৃণমূলের! প্রচার শুরুর পরে বিড়ম্বনায় তনিমা

সুব্রত মুখোপাধ্যায়ের বোনকে প্রার্থী করেও প্রতীক প্রত্যাহার! প্রচার শুরু করেও বিড়ম্বনায় তনিমা চট্টোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুরসভা নির্বাচনে ( kolkata municipal election 2021) তৃণমূলের (Trinamool Congress) প্রার্থী তালিকায় পরিবর্তনের পরেও অসন্তোষ। যার জেরে ঘোষিত প্রার্থীর থেকে প্রতীকও ফিরিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটল। যার জেরে ৬৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। যদিও এব্যাপারে কোনও মন্তব্য মন্তব্য করতে রাজি হননি ঘোষিত প্রার্থী তনিমা চট্টোপাধ্যায় (Tanima Chatterjee)। তাঁর অপর পরিচিতি প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বোন।

প্রচারে নেমে পড়েছিলেন তনিমা চট্টোপাধ্যায়

প্রচারে নেমে পড়েছিলেন তনিমা চট্টোপাধ্যায়

শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণার পরে শনিবারই ৬৮ নম্বর ওয়ার্ডে প্রচারে নেমে পড়েছিলেন প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। দেওয়ার লিখনও শুরু হয়ে গিয়েছিল, বাড়িতে বাড়িতে যাওয়াও শুরু করেছিলেন তনিমা চট্টোপাধ্যায়। ওয়ার্ডের বিদায়ী কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়ের বদলে প্রার্থী করা হয়েছিল তনিমা চট্টোপাধ্যায়কে। তবে এই মুহূর্তে ৬৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী কে তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।

ধরনায় বসেছিলেন বিদায়ী কো-অর্ডিনেটর

ধরনায় বসেছিলেন বিদায়ী কো-অর্ডিনেটর

বিদায়ী কোঅর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায় দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতির অফিসে গিয়ে ধরনায় বসেন, ওই ওয়ার্ডে ফের প্রার্থী হতে। যার জেরে রবিবার রাত থেকে তনিমা চট্টোপাধ্যায়কে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গিয়েছে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি দক্ষিণ কলকাতা তৃণমূল জেলা সভাপতি দেবাশিস কুমারকে তনিমা চট্টোপাধ্যায়ের প্রতীক ফিরিয়ে নিতে বলেন। সেই মতো বলার পরে তনিমা চট্টোপাধ্যায়ও প্রতীক ফিরিয়ে দেন। তবে শীর্ষ নেতৃত্বের নির্দেশ না পাওয়ায় সুদর্শনা মুখোপাধ্যায়কে এখন তৃণমূলের প্রতীক দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। সেক্ষেত্রে দুজনের কাউকে প্রার্থী না করে নতুন কাউকে প্রার্থী করা হতে পারে। এব্যাপারে তৃণমূল সুপ্রিমো সর্বশেষ সিদ্ধান্ত নেবেন বলেই জানা গিয়েছে। সোমবার রাতের মধ্যে এব্যাপারে চূড়ান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে।

আইপ্যাকের মত নিয়েই প্রার্থী পরিবর্তন

আইপ্যাকের মত নিয়েই প্রার্থী পরিবর্তন

সূত্রের খবর অনুযায়ী, প্রশান্ত কিশোরের আইপ্যাকের মত নিয়েই ৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন করেছিল তৃণমূল কংগ্রেস। আইপ্যাকের তরফ থেকে সুদর্শনা মুখোপাধ্যায়কে প্রার্থী না করার কথা বলা হয়েছিল বলে সূত্রের খবর।

বাদল অধিবেশনের বিক্ষোভের জের শীতকালীন অধিবেশনে, প্রথম দিনেই সাসপেন্ড ১২ জন সাংসদবাদল অধিবেশনের বিক্ষোভের জের শীতকালীন অধিবেশনে, প্রথম দিনেই সাসপেন্ড ১২ জন সাংসদ

সূত্রের খবর অনুযায়ী, প্রশান্ত কিশোরের আইপ্যাকের মত নিয়েই ৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন করেছিল তৃণমূল কংগ্রেস। আইপ্যাকের তরফ থেকে সুদর্শনা মুখোপাধ্যায়কে প্রার্থী না করার কথা বলা হয়েছিল বলে সূত্রের খবর।

সূত্রের খবর অনুযায়ী, প্রশান্ত কিশোরের আইপ্যাকের মত নিয়েই ৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন করেছিল তৃণমূল কংগ্রেস। আইপ্যাকের তরফ থেকে সুদর্শনা মুখোপাধ্যায়কে প্রার্থী না করার কথা বলা হয়েছিল বলে সূত্রের খবর।

শুক্রবার তৃণমূল পুরসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। পরের দিনই সেই তালিকায় থাকা ৬০ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে পরিবর্তন করে তৃণমূল। প্রথমে ঘোষিত প্রার্থী আজিজার রহমানকে সরিয়ে কাইজার জামিলকে প্রার্থী করা হয়। পাশাপাশি ওইদিন ৩৬ ও ১১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নামেও ঘোষণা করা করা হয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
As rebellion within party TMC withdraws symbol of Subrata Mukherjee's sister Tanima Chatterjee after making her candidate for KMC election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X