For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিকে ডাহা ফেল করবেন, ২০২১-এর ভোটে তৃণমূলের কত আসন! 'সমীক্ষা' রিপোর্ট মুকুলের হাতে

২০২১-এর নির্বাচনে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। জাহা ফেল করবেন প্রশান্ত কিশোরের দলবল। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর নির্বাচনে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। ডাহা ফেল করবে প্রশান্ত কিশোরের দলবল। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। এই দাবি করার পিছনে তাঁর হাতে রয়েছে বেসরকারি সংস্থাকে দিয়ে করা একটি সমীক্ষা রিপোর্ট। সেই রিপোর্ট তুলে ধরে মুকুল রায় দাবি করেছেন, ২০২১ এর নির্বাচনে তৃণমূল কোনওভাবেই ৮০টির বেশি আসন পাবে না। অন্যদিকে বিজেপি ২০০-র বেশি আসন দখল করবে।

মুকুল রায়ের 'সমীক্ষা'

মুকুল রায়ের 'সমীক্ষা'

বিজেপি নেতা মুকুল রায়ের দাবি, নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে তৃণমূল নিয়োগ করার পর একটি বেসরকারি সংস্থাকে দিয়ে তিনি সমীক্ষা করিয়েছেন। ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০২১-এর নির্বাচনে তৃণমূল কোনওভাবেই ক্ষমতায় ফিরতে পারছে না।

'তৃণমূল ৮০, বিজেপি ২০০

'তৃণমূল ৮০, বিজেপি ২০০

মুকুল রায়ের দাবি তিনি যে সংস্থার রিপোর্ট পেয়েছেন তাঁরা ২৯৪ টি কেন্দ্রেই সমীক্ষা চালিয়েছে। তাতে বলা হয়েছে, তৃণমূল কোনওভাবেই ৮০ পার করতে পারবে না। অন্যদিকে
বিজেপি ২০০ পেরিয়ে যাবে বলে দাবি করেছেন মুকুল রায়।

তৃণমূলের জনসংযোগকে কটাক্ষ

তৃণমূলের জনসংযোগকে কটাক্ষ

সূত্রের খবর অনুযায়ী, মুকুল রায়ের কটাক্ষ কয়েকশো কোটি টাকা দিয়ে তৃণমূলকে একটা কর্পোরেট সংস্থার হাতে তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক তৃণমূলের জনসংযোগ বৃদ্ধির জন্য কাজ করছে। তৃণমূলের ভাবমূর্তি ফেরাতে 'দিদিকে বলো'র মতো কর্মসূচি নিয়েছে। যা বেশ সাড়া ফেলেছে বলে দাবি তৃণমূলের। যদিও সেই কথায় গুরুত্ব দিতে রাজি নন মুকুল রায়। তিনি বলেছেন, প্রশান্ত কিশোর হোক, কিংবা তৃণমূল, যার যেকোনও কর্মসূচি বাংলায় ফেল করবে। কোনওভাবেই আর ক্ষমতা ধরে রাখতে পারবে না তৃণমূল।

English summary
TMC will not get more than 80 seats in 2021 Assembly elections, claims Mukul Roy. He also claimsthat BJP will get more than 200 seats from Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X