উস্কানিমূলক মন্তব্য! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল, সিপিএম
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে। ভোটপ্রচারে গিয়ে আধাসেনার উদ্দেশে বলেন, বুথ দখল করতে গেলে পায়ে নয়, বুকে গুলি করুন। লোকসভা ভোটের আগে বিজেপি নেতার এই বেলাগাম কথাবার্তায় স্বভাবতই ব্যাকফুটে বিজেপি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তৃণমূল। একই পথে সিপিএমও।

ভোটের দিন পুলিশকে থানায় আটকে রাখার নিদানও দিয়েছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী। বিষয়টি নিয়ে ঝড় উঠেছিল রাজনৈতিক মহলে। এরপর বসিরহাটে বিজেপি প্রার্থী সায়ন্তন বসু বাইক মিছিলের পর এক নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, কেউ ভোট লুঠ করতে আসলে গুলি চালান। বুক লক্ষ্য করে গুলি করুন। সূত্রের খবর অনুযায়ী, দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, তৃণমূলের মার খেয়ে প্যান প্যান করবেন না। পাল্টা মার দিনে ফোন করবেন।
[আরও পড়ুন: মধ্যরাতের নাটক! বিজেপির শক্তি বাড়ল গোয়ায় ]
এদিকে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ওরা পাগল হয়ে গিয়েছে। তবে বাজার গরম করতে এইসব মন্তব্য বলেছেন তিনি।
এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। বিষয়টি নিয়ে কমিশনে যাচ্ছে সিপিএমও।
[আরও পড়ুন: 'মিশন শক্তি' মহাকাশে ৩ মিনিটেই সফল ! জাতীর উদ্দেশে গুরুত্বপূর্ণ ঘোষণা মোদীর]