For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ! প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেসের 'বঙ্গ জননী' শাখা

দুর্গা পুজো নিয়ে আয়কর দফতরের নোটিশের প্রতিবাদ ধর্নায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে ধর্নায় বসবে তৃণমূলের বঙ্গ জননী শাখা।

  • |
Google Oneindia Bengali News

দুর্গাপুজো নিয়ে আয়কর দফতরের নোটিশের প্রতিবাদ ধর্নায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে ধর্নায় বসবে তৃণমূলের বঙ্গ জননী শাখা। রবিবার টুইটারে এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ! প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূলের বঙ্গ জননী শাখা

মাঝে একটা পুরো মাস। তারপরেই দুর্গাপুজোর মাস। তারই মধ্যে কর সংক্রান্ত কালো ছায়া বড় দুর্গাপুজো কমিটিগুলির ওপর। পুজো কমিটিগুলিকে কর সংক্রান্ত চিঠি পাঠানোর সিদ্ধান্তের প্রথম থেকেই কড়া প্রতিবাদ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা পুজো কমিটিগুলিকে আয়করের আওতায় আনা উচিত নয় বলে মন্তব্য তাঁর। এবার সরাসরিই সিদ্ধান্তের প্রতিবাদ।

অক্টোবরের প্রথমের দিকেই দুর্গা পুজো। অনেক জায়গাতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অনেক জায়গাতে খুঁটি পুজোর কাজ শেষ করে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে।

গত বছর বেশ কিছু বাছাই করা দুর্গা পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে সাহায্য করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবছরে দুর্গাপুজো কমিটিগুলিকে কর সংক্রান্ত চিঠি দেয় আয়কর দফতর। শুরুর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অবজ্ঞা করুন আয়কর নোটিশ।

English summary
TMC to protest against IT letter to Puja Committees on Tuesday. CM Mamata Banerjee has posted this programmein social media.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X