For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার এপাং-ওপাং-ঝপাং কবিতা নিয়ে কটাক্ষ! বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা করল তৃণমূল কংগ্রেস

সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরির অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি নিজের বক্তব্য রাখতে গিয়ে নাম না করে মুখ্যমন্ত্রী লেখা কবিতা উল্লেখ করেন। তিনি বলেন এইসব অখাদ্য জিনিস গ্রন্থাগারে রা

  • |
Google Oneindia Bengali News

সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরির অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি নিজের বক্তব্য রাখতে গিয়ে নাম না করে মুখ্যমন্ত্রী লেখা কবিতা উল্লেখ করেন। তিনি বলেন এইসব অখাদ্য জিনিস গ্রন্থাগারে রাখবেন না। এই ঘটনায় বিতর্ক শুরু হয়েছে।

তৃণমূল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজনৈতিক ব্যক্তিত্ব বলে নিশানা করেছে।

বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

খিদিরপুরের সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগার মাইকেল মধুসূদন লাইব্রেরিতে আমন্ত্রিত অতিথি ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি কয়েক বছর আগে একটি গ্রন্থাগারে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, কবিতার প্রথম লাই এপাং, ওপাং, ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। তিনি কটাক্ষ করে বলেন. এই যদি কবিতার বই হয়, তা কি কেউ পড়বে? তিনি নিজেই উত্তর দিয়ে বলেন কেউ পড়বে না।

অখাদ্য জিনিস রাখবেন না

অখাদ্য জিনিস রাখবেন না

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এইসব অখাদ্য দিনিস গ্রন্থাগারে রাখবেন না। এনিয়ে আজ বলার সময় এসেছে। তিনি অভিযোগ করেন, সরকারি গ্রন্থাগারে অখাদ্য বই সরবরাহ করা হয়। তিনি ফের প্রশ্ন করেন কেন, কোনও মনুষ্য সন্তান তা পড়তে চাইবে। এর পরে তিনি বলেন. এই বই কিনলে তবেই সাহায্য পাওয়া যায়। না হলে পাোয়া যায় না। তিনি আরও কটাক্ষ করে বলেন. এই ধরনের বই সরবরাহ করা হলে উইপোকা ছাড়া আর কারও সুবিধা হবে না।

পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব

পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। তৃণমূল এই মন্তব্যের প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব বলে আক্রমণ করেছে। যেখানে বিচারপতি দেশের বিচার ব্যবস্থার ধারক ও বাহক, সেখানে বিচারপতির পদে থেকে এমন মন্তব্য দেশের পক্ষে বিপজ্জনক বলেও মন্তব্য করা হয়েছে রাজ্যের শাসক দলের তরফে। যেহেতু বিচারপতি এজলাসে বসে এই মন্তব্য করেননি, সেই কারণে এই মন্তব্যকে ব্যক্তিগত মন্তব্য বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলছেন, বিচারপতির এই মন্তব্য থেকেই পরিষ্কার তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সব কাজ করছেন। তাঁর কাজই হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের কাজের বিরোধিতা করা, বলছে শাসক শিবির।

অনুষ্ঠানের বাকি অতিথিরা

অনুষ্ঠানের বাকি অতিথিরা

মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মদিবস পালন করা হচ্ছে রাজ্যে। সেই উপলক্ষএই খিদিরপুরের মাইকেল মধুসূদন লাইব্রেরিতে ছিল অনুষ্ঠান। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় এবং শিক্ষাবিদ পবিত্র সরকারের মতো মানুষজনও।

Tripura election 2023: ত্রিপুরায় বামেদের প্রার্থী তালিকায় চমক! জোটসঙ্গী কংগ্রেসকে আসন ছেড়ে নাম ঘোষণাTripura election 2023: ত্রিপুরায় বামেদের প্রার্থী তালিকায় চমক! জোটসঙ্গী কংগ্রেসকে আসন ছেড়ে নাম ঘোষণা

English summary
TMC targets Justice Abhijit Gangopadhyay for his comments on Epang Opang Ghapang poem of Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X