For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরে বিজেপিকে টার্গেট করে নতুন কর্মসূচি তৃণমূলের, দুয়ারে ঘুরবেন তারকারা, একুশের নতুন চমক

নতুন বছরে বিজেপিকে টার্গেট করে নতুন কর্মসূচি তৃণমূলের, দুয়ারে ঘুরবেন তারকারা, একুশের নতুন চমক

Google Oneindia Bengali News

বিপুল সাফল্য পেয়েছে দুয়ারে সরকার। এবার নতুন বছরে সেই সাফল্যের রেশ টেনেই আরও এক নতুন কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার দুয়ারে দুয়ারে সরকারের কর্মসূচি নিয়ে ঘুরবেন তারকারা। জেলায় জেলাও চলবে এই কর্মসূচি। জানুয়ারি মাস থেকেই দুয়ারে দুয়ারে সরকারের কর্মসূচি নিয়ে ঘুরবেন তারকারা। টার্গেট নতুন প্রজন্ম। ২৫ থেকে ৩৫ বছরের তরুণ তরুণীদের নিয়ে মুখোমুখি বসবেন তারকারা। একাধিক ক্ষেত্রে তারকাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বও চলবে।

দুয়ারে তারকা

দুয়ারে তারকা

দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যের পর এবার দুয়ারে তারকা প্রকল্প নিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। জানুয়ারি থেকেই শুরু হচ্ছে এই কর্মসূচি। সরকারের একাধিক প্রকল্পের সুবিধা নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরবেন তৃণমূলের তারকারা। নতুন চমক তাতে কোনও সন্দেহ নেই। বাড়ি বাড়ি আম জনতার কাছে সরকারের প্রকল্প নিয়ে হাজির হয়ে যাবেন টালিগঞ্জের তৃণমূলের তারকারা। মিমি চক্রবর্তী, নুসরৎ জাহানরা তো থাকবেনই। থাকবেন দেব, শতাব্দী রায়, লক্ষ্মীরতন শুক্লা, প্রসূণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েনও।

টার্গেট যুবারা

টার্গেট যুবারা

দুয়ারে তারকা কর্মসূচিতে তৃণমূলের মূল টার্গেট দুয়ারে কিন্তু ছাত্র যুবরা। ২৫ থেকে ২৫ বছর বয়সীদের টার্গেট করেই তারকাদের ময়দানে নামাচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই মিমি, নুসরত, দেবকে নিয়ে দুয়ারে সরকার প্রকল্পে ঘুরেছেন তৃণমূলের তারকা সাংসদরা। তার সাফল্য দেখেই দলনেত্রীর এই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। এই কর্মসূচিতে তারকাদের সরাসরি প্রশ্নোত্তরএ করতে পারবেন ছাত্র যুবারা।

 পাড়ায় পাড়ায় সমাধান

পাড়ায় পাড়ায় সমাধান

দুয়ারে সরকার প্রকল্পের পরে পাড়ায় পাড়ায় সমাধান নামে আরও একটি কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বোলপুরে গীতাঞ্জলির প্রশাসনিক সভা থেকেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করবেন তৃণমূল কংগ্রেসেন নেতারা। কে কোন প্রকল্প পাননি তা নিয়ে খবর নেবেন তাঁরা। ঘরে ঘরে পৌঁছে যাওয়ায় মূল টার্গেট তৃণমূলের।

 বোলপুরের গ্রামে মমতা

বোলপুরের গ্রামে মমতা


বোলপুর সফরে গিয়ে মমতা নিয়ে পৌঁছে গিয়েছিলেন বল্লভপুরের একটি গ্রামে। সেখানে আদিবাসী পাড়ায় ঢুকে নিজে সরকারি প্রকল্প কতটা পৌঁছেছে তার খবর নেন। আদিবাসী মহিলারা শৌচাগার নেই বলে অভিযোগ জানান মমতাকে। সঙ্গে সঙ্গে সেটা তৈরি করে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে মতোই ২৪ ঘম্টার মধ্যে সেই গ্রামে শৌচাগার তৈরির কাজ শুরু হয়েছে।

English summary
TMC start new campaign after Duare Sarkar campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X