mukul roy partha chatterjee trinamool congress mamata banerjee west bengal মুকুল রায় পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ
‘মহারাজ বৃদ্ধ হয়েছেন’, একদা দলের ‘চানক্য’কে ‘বুড়ো ভাম’ বলে কটাক্ষ ‘বাচ্চা’ পার্থর
দুই সতীর্থের জমজমাট বাক্-যুদ্ধ। 'বাচ্চা' পার্থ চট্টোপাধ্যায় বনাম 'বুড়ো ভাম' মুকুল রায়। দল ছাড়ার আগের দিনই একদা সেকেন্ড ম্যান মুকুল রায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বাচ্চা বলে কটাক্ষ করেছিলেন। এদিন সেই 'সেকেন্ড ইন কম্যান্ড' মুকুল রায়কে বুড়ো ভাম বলে কটাক্ষের জবাব দিলেন তৃণমূল মহাসচিব।
পার্থ চট্টোপাধ্যায় এদিন মুকুল রায়কে ছ'বছরের জন্য সাসপেন্ড করে বলেন, 'বুড়ো ভামরা অল্পে সন্তুষ্ট হন না। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহবশত তাঁকে কাছে রেখেছিলেন। যিনি জগদ্দলে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন, তাঁকে রাজ্যসভার সাংসদ করেছেন। যাঁকে পাড়ার লোকও চিনত না তাঁকে রেলমন্ত্রী করেছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ দিয়েছেন, তবু সন্তুষ্ট নন বুড়ো ভামরা।'

তিনি বলেন, 'বাচ্চারা তো অল্পতেই সন্তুষ্ট, তাহলে বুড়ো ভামরা কেন সন্তুষ্ট হন না। আসলে মহারাজ বৃদ্ধ হয়েছেন। এখন আর চোখে দেখতে পান না। সবই ভুলে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে রেলমন্ত্রী, রাজ্যসভার সাংসদ হয়েছেন। দলে যখন ব্রাত্য হয়ে পড়েছিলেন তখন আমি এবং সুব্রত বক্সি বুঝিয়ে দলে সক্রিয় করেছিলাম। সেসব ওনার মনে নেই।'
আসলে একদিন আগেই পার্থ চট্টোপাধ্যায়কে বাচ্চা বলে কটাক্ষ করেছিলেন মুকুল রায়। এদিন সেই কটাক্ষেরই জবাব দেন পার্থ। তিনি দু'দিন আগেই মুকুলকে হুঁশিয়ারি দিয়েছিলেন, সীমা লঙ্ঘন করলে দল বাধ্য হবে ব্যবস্থা নিতে। তাঁর উপর নজরদারিও চালানো হচ্ছে বলে জানান তৃণমূল মহাসচিব। সেই কথারই পরিপ্রেক্ষিতে মুকুল রায় এক পুজো উদ্বোধনে গিয়ে বলেন, 'বাচ্চারা ওমন অনেক কথা বলে'। এদিন তারই জবাব দিলেন 'বুড়ো ভাম' কটাক্ষে।
এদিন মুকুল রায়ের দল থেকে পদত্যাগ ও পার্থ চট্টোপাধ্যায়ের বরখাস্ত করার ঘোষণায় দুই একদা সতীর্থ বাকযুদ্ধে সামিল হন। শুধু বাচ্চা ও বুড়ো ভাম নয়, পরস্পর পরস্পরকে ভোটে হার ও ভোট জয়ের মার্জিন নিয়েও কটাক্ষ করেন। মোট কথা ভালোরকম তিক্ততার সঙ্গেই শেষ হয় তৃণমূলে মুকুলের বিদায়বেলা।