For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধীহীন পঞ্চায়েতে বিজয় মিছিল! ভবিষ্যত উন্নয়নের পরিকল্পনা তৃণমূল বিধায়কের, ভিডিওতে দেখুন

প্রধান, উপপ্রধান নির্বাচনের পর শপথ নিলেন মহেশতলার চট্টা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এলাকায় বিজয় মিছিলও করে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এলাকায় ভবিষ্যত উন্নয়নের পরিকল্পনার কথা জানান।

  • |
Google Oneindia Bengali News

প্রধান, উপপ্রধান নির্বাচনের পর শপথ নিলেন মহেশতলার চট্টা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এলাকায় বিজয় মিছিলও করে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এলাকায় ভবিষ্যত উন্নয়নের পরিকল্পনার কথা জানান।

বিরোধীহীন পঞ্চায়েতে বিজয় মিছিল! ভবিষ্যত উন্নয়নের পরিকল্পনা তৃণমূল বিধায়কের, ভিডিওতে দেখুন

পঞ্চায়েতের ফল ঘোষণার দিনই মহেশতলার চট্টা গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল তৃণমূল। ১৯৭৮ সালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন চালুর পর থেকে এই প্রথমবার এই পঞ্চায়েত দখল করল তৃণমূল। শুধু এই পঞ্চায়েতই নয়, ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের অধীনে চারটি গ্রাম পঞ্চায়েতই এবার তৃণমূল দখল করেছে। এই গ্রাম পঞ্চায়েতগুলি হল, চট্টা, আশুতি ১, আশুতি ২ ও রসপুঞ্জ। ২০১৩-র নির্বাচনে চট্টা ও রসপুঞ্জ দখলে রাখতে পেরেছিল সিপিএম। এবার এই দুটি পঞ্চায়েতও ছিনিয়ে নেয় তৃণমূল। শুধু পঞ্চায়েত ছিনিয়ে নেওয়াই নয়, চারটি পঞ্চায়েতই এবার বিরোধী শূন্য।

দক্ষিণ ২৪ পরগনার ঠাকুর পুকুর, মহেশতলা ব্লকে তৃণমূল কংগ্রেস ২৬ টি গ্রাম পঞ্চায়েত ৩ টি পঞ্চায়েত সমিতি এবং ১ টি জেলা পরিষদ দখল করে । সোমবার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান, উপ প্রধান নির্বাচিত করা হয়। পরে একটি অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মন্ডল ও স্থানীয় নেতারা। এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে বিজয় মিছিলও বের করা হয়।

English summary
TMC's victory rally at Chatta in Thakurpukur Maheshtala Block on Panchayat board formation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X