For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ড রস এমডি করেছিলেন কলকাতা মেডিক্যাল থেকে! দিলীপের মতোই ভুল করে বসলেন তৃণমূলের নির্মল

জনগণের সামনে ইতিহাস নিয়ে ভুল বলাটা যেন রাজনৈতিক নেতাদের অধিকারের মধ্যেই পড়ে। দিলীপ ঘোষ বলেছিলেন বিদ্যাসাগর ছিলেনএবার তৃণমূল চিকিৎসক নেতা নির্মল মাঝি বললেন, স্যার রোনাল্ড রস কলকাতা

  • |
Google Oneindia Bengali News

জনগণের সামনে ইতিহাস নিয়ে ভুল বলাটা যেন রাজনৈতিক নেতাদের অধিকারের মধ্যেই পড়ে। দিলীপ ঘোষ বলেছিলেন বিদ্যাসাগর ছিলেন সহজপাঠের লেখক। এবার তৃণমূল চিকিৎসক নেতা নির্মল মাঝি বললেন, স্যার রোনাল্ড রস কলকাতা মেডিক্যাল থেকে এমডি করেছিলেন। বিধান রায়ের জন্ম ও মৃত্যু দিনে চিকিৎসক দিবসের অনুষ্ঠানে নির্মল মাঝির দাবিতে হাসির রোল ওঠে চিকিৎসক এবং নার্সদের মধ্যে।

চিকিৎসক নেতার 'ভুল' ইতিহাস স্মরণ

চিকিৎসক নেতার 'ভুল' ইতিহাস স্মরণ

শুধু সোমবার বিধান রায়ের জন্মদিনে ভুল ইতিহাস বলা হয়, এর আগে মমতা ঘনিষ্ঠ তৃণমূলের চিকিৎসক নেতা বলেছিলেন, কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। সেই সময় হাসির রোল ওঠায় সামলে নিয়ে সঙ্গে সঙ্গেই বলেছিলেন ডেভিড হেয়ারের নাম। এদিন তিনি বলেন, স্যার রোনাল্ড রস এমডি পাশ করেছিলেন এই কলেজ থেকেই। চিকিৎসক নেতার এই মন্তব্যে অনুষ্ঠানে একে অপরের মুখের দিকে তাকাতে থাকেন অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক, নার্স এবং হাসপাতালের
কর্মীরা। নির্মল মাঝি চিকিৎসক নেতা ছাড়াও ওই হাসপাতালেরই রোগী কল্যণ সমিতির চেয়ারম্যান।

বিড়ম্বণায় নির্মল মাঝি

বিড়ম্বণায় নির্মল মাঝি

প্রথমে ডাক্তারি পাশ। পরে তৃণমূলের আমলে সেই কলেজেরই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাঝি। এই চিকিৎসক নেতা আবার কলকাতা মেডিক্যাল কলেজেই নন, এনআরএস মেডিক্যাল কলেজেরই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এদিন কলকাতা মেডিক্যাল কলেজে বিধানচন্দ্র রায়ের মূর্তি উন্মোচন করতে গিয়ে বিড়ম্বণায় পড়েন নির্মল মাঝি। মালা পরাতে গেলে প্রথমে সেটি ছিঁড়ে যায়। পরে গিঁট বেঁধে মালা পরানো হয়।

দিলীপ ঘোষের ভুল

দিলীপ ঘোষের ভুল

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন বিদ্যাসাগর সহজপাঠ লিখেছিলেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সেই ভুল নিয়ে নানা মন্তব্য করা হয়। বলা হয় এঁদের সঙ্গে সত্যিই কি বর্ণের পরিচয় ঘটেনি। এই মন্তব্যের সমালোচনা করা হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফেও।

[আরও পড়ুন: অধীর-গড়ে তৃণমূলে বড় ধাক্কা, সৌমিকের বিরুদ্ধে অনাস্থা দলের ১৩ কাউন্সিলরের][আরও পড়ুন: অধীর-গড়ে তৃণমূলে বড় ধাক্কা, সৌমিকের বিরুদ্ধে অনাস্থা দলের ১৩ কাউন্সিলরের]

[আরও পড়ুন:কলকাতার রাজপথে ফের নামছেন মমতা! 'জল বাঁচাও দিবস' এর ঘোষণা মুখ্যমন্ত্রীর ][আরও পড়ুন:কলকাতার রাজপথে ফের নামছেন মমতা! 'জল বাঁচাও দিবস' এর ঘোষণা মুখ্যমন্ত্রীর ]

English summary
TMC's Nirmal Majhi told Sir Ronald Ross had got MD degree from Calcutta Medical College. But he madewrong comments.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X