For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার কেন্দ্রীয় নিরাপত্তা বিজেপির রাকেশকেও! প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস

দলত্যাগ করলেই কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার তালিকায় নবতম সংযোজন রাকেশ সিং। বেশ কয়েকমাস আগে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। মূলত বন্দর এলাকাতেই তাঁর পরিচিতি।

  • |
Google Oneindia Bengali News

দলত্যাগ করলেই কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার তালিকায় নবতম সংযোজন রাকেশ সিং। বেশ কয়েকমাস আগে তিনি জাতীয় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। মূলত বন্দর এলাকাতেই তাঁর পরিচিতি। কিসের ভিত্তিতে এই নিরাপত্তা দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।

রাকেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ

রাকেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ

বিজেপি নেতা রাকেশ সিং-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ। বন্দর এলাকায় একাধিক অভিযোগ ছাড়াও কংগ্রেসে থাকাকালীন বিধানভবনে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কলকাতা চিড়িয়াখানায় মার্মোসেট কাণ্ডে তাঁর নাম জড়িয়ে রয়েছে।

 রাকেশের সাফাই

রাকেশের সাফাই

সূত্রের খবর অনুযায়ী, রাকেশ সিং বলেছেন, সন্ত্রাসবাদীরা তাঁকে হুমকি দিচ্ছে। সেই জন্য তাঁকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্র।

 রাকেশের আগে যাঁরা কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন

রাকেশের আগে যাঁরা কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন

রাকেশের আগে দলবদল করে অনেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন, বীজপুর, নোয়াপাড়া এবং বনগাঁ উত্তরের বিধায়করা। তাঁরা হলেন যথাক্রমে শুভ্রাংশু রায়, সুনীল সিং, এবং বিশ্বজিৎ দাস। এঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোাগ দেওয়ার পরেই রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। এছাড়াও এর আগে যেসব জনপ্রতিনিধি কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন, তাঁরা হলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাত এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং।

 তৃণমূলের প্রশ্ন

তৃণমূলের প্রশ্ন

বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের কটাক্ষ বাংলায় বিজেপির যাঁদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, তাঁরা কুখ্যাত দুষ্কৃতী। কিসের ভিত্তিতে এই নিরাপত্তা তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

English summary
TMC questions Central Security to BJP's Rakesh Singh. After changing party several BJP leaders got central security.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X