সুদীপকে গ্রেফতার : কলকাতায় সিবিআই দফতরে অবস্থান বিক্ষোভে তৃণমূল
কলকাতা, ৯ জানুয়ারি : একদিকে নোট বাতিল কাণ্ডে সাধারণ মানুষের হয়রানি ও তার প্রতিবাদে তৃণমূল রাস্তায় নামলে দলের নেতাদের গ্রেফতার করে রাজনৈতিক ষড়যন্ত্র, কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে এই দুই অভিযোগে সরব হয়ে বিক্ষোভ অবস্থানে বসল তৃণমূল কংগ্রেস।[সুদীপ-রোজভ্যালি আর্থিক লেনদেন প্রকাশ্যে, ফের হেফাজতে চাইবে সিবিআই]
এদিন সকাল থেকেই তিনদিনের অবস্থান বিক্ষোভে কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের সামনে রীতিমতো প্যান্ডেল খাটিয়ে বসে পড়েছেন তৃণমূল নেতারা। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির প্রতিবাদ করা ছাড়াও নোট বাতিলের মতো কেন্দ্রীয় সিদ্ধান্তেরও একইসঙ্গে প্রতিবাদ জানাচ্ছেন তারা। সুজিত বসু ও কৃষ্ণা চক্রবর্তীর মতো নেতা-নেত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন।[সুদীপের সঙ্গে দেখা টিম পার্থর, ব্রাত্যই রইলেন তাপস পাল]

এর পাশাপাশি ভুবনেশ্বরেও সিবিআই দফতরের সামনে তৃণমূল নেতারা সুদীপের গ্রেফতারির প্রতিবাদে সিবিআই ও কেন্দ্রের বিরুদ্ধে অবস্থানে বসেছেন। রবিবারই পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের একটি দল ওড়িশা যায়। সেখানে সুদীপের সঙ্গে দেখা করা ছাড়াও বিক্ষোভ কর্মসূচী ও সভা করার কথাও জানান তাঁরা। সেইমতো এদিন থেকে সেই কর্মসূচী পালিত হচ্ছে।
এদিকে কলকাতায় আরবিআইয়ের দফতরের সামনে নোট বাতিল ইস্যুতে সাধারণ মানুষের হয়রানিকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে তিনদিনের অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূল নেতারা। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে দলের বিধায়ক, নেতা-কর্মীদের একটা অংশ সেখানে অবস্থান বিক্ষোভে বসেছেন।
সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। মোদী সরকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষকে চরম হয়রানির মধ্যে ফেলেছে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা যেমন
আসানসোল, জলপাইগুড়ি, ক্যানিং, বর্ধমান, দক্ষিণ দিনাজপুরেও বিক্ষোভ ও অবস্থানে শামিল হয়েছে তৃণমূল কংগ্রেস।