For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের সঙ্গে ‘যোগাযোগ’ অনেক তৃণমূল নেতার! 'গাঁ উজাড়ে'র জল্পনায় যাঁরা

ঠগ বাছতে কি শেষপর্যন্ত গাঁ উজাড় হবে? বলবে ভবিষ্যৎ। আপাতত সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে তৃণমূল সাংসদের বিজেপিতে যোগ দেওয়ায় জল্পনা।

Google Oneindia Bengali News

ঠগ বাছতে কি শেষপর্যন্ত গাঁ উজাড় হবে? বলবে ভবিষ্যৎ। আপাতত সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে তৃণমূল সাংসদের বিজেপিতে যোগ দেওয়া, তারপর দুই তৃণমূল সাংসদকে বহিষ্কার করায় অনেককে নিয়েই জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা সৌমিত্র-অনুপমদের মতো আর কে কে যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে।

মুকুলের হুঙ্কার, তালিকা দীর্ঘ

মুকুলের হুঙ্কার, তালিকা দীর্ঘ

বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল রায় হুঙ্কার ছেড়েছিলেন, তাঁর সঙ্গে তৃণমূলের অনেক সাংসদ-বিধায়ক যোগাযোগ রাখছেন। এবং সেই তালিকা দীর্ঘ। কিন্তু আদতে তার প্রতিফলন পড়েনি বাস্তবে। মুকুলের পর এতদিন কোনও বড় রাজনৈতিক নাম তৃণমূলে যোগ দেয়নি। এবার সৌমিত্র খাঁয়ের যোগদানে প্রশ্ন উঠে আসছে অনেককে নিয়ে।

মমতার অপছন্দদের সঙ্গে নিত্য যোগাযোগ

মমতার অপছন্দদের সঙ্গে নিত্য যোগাযোগ

মুকুল মনে করেন, তৃণমূলের অন্দরে অনেকেই রয়েছেন, যাঁদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো নয়। মুখ্যমন্ত্রীর অপছন্দের তালিকায় থাকা নেতা-নেত্রীরাই এখন বিজেপির টার্গেট। মুকুল রায় তৃণমূলকে ভাঙতে প্রতিনিয়ত তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। লোকসভার আগে তাঁদের বিজেপিতে এনে দল ভারী তাঁর প্রধান লক্ষ্য।

তৃণমূলের বহিষ্কৃত অনুপম হাজরা

তৃণমূলের বহিষ্কৃত অনুপম হাজরা

সৌমিত্র খাঁ মুকুল অনুগামী বলে পরিচিত ছিলেন। তাঁর হাত ধরেই ২০১৪ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। আবার ‘গুরু' মুকুল রায়ের পদাঙ্ক অনুসরণ করেই গেলেন বিজেপিতে। একইভাবে অনুপম হাজরাও মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত। তাঁর সঙ্গেও গুরু-শিষ্যের সম্পর্ক। বহিষ্কৃত হওয়ার পর অনুপম হাজরার সঙ্গে মুকুল রায়ের যোগাযোগ বাড়াই স্বাভাবিক বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ

প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ

পরিবর্তনের পর জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর অতি বড় ভরসার নাম ছিল ভারতী ঘোষ। তিনি দলের কেউ ছিলেন না ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জঙ্গলমহলের মা নামে সম্বোধন করেছিলেন। তাঁর হাত ধরেই জঙ্গলমহলকে বদলে দিয়েছিলেন মমতা। সেই ভারতী ঘোষ সবং উপনির্বাচনের পর থেকেই তৃণমূলে ব্রাত্য। মুকুল রায়ের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, তিনি লোকসভা ভোটের আগে যোগ দিতে পারেন বিজেপিতে।

মুকুলের সঙ্গে যোগাযোগ যাঁদের

মুকুলের সঙ্গে যোগাযোগ যাঁদের

সৌমিত্র খাঁয়ের বিজেপিতে যোগদানের পর মুকুল রায় বলেছিলেন আরও অন্তত ছ'জন অপেক্ষায় রয়েছেন। যে কোনও সময় তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন। সেই তালিকায় কারা রয়েছেন সেই নাম নিয়েই জল্পনা চলছে। রাজনৈতিক মহলের ধারণা, মুকুল রায় যোগাযোগ রাখছেন প্রাক্তন মন্ত্রী তথা এক গোয়েন্দা পুলিশ কর্তার সঙ্গে। বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে প্রাক্তন দুই মেয়র তথা পুরপ্রধানের। এছাড়া তৃণমূলের দুই মহিলা সাংসদকেও টার্গেট করেছে বিজেপি।

English summary
TMC now does assessment who are in contact with Mukul Roy and BJP. Mukul Roy demanded at least six TMC leaders communicate with him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X