For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার পর অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও এফআইআর, বিজেপিকে পাল্টা তৃণমূলের

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তৃণমূলের দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও মমতাবালা ঠাকুর। কলকাতা বিমানবন্দর থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

Google Oneindia Bengali News

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তৃণমূলের দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও মমতাবালা ঠাকুর। কলকাতা বিমানবন্দর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অসমের শিলচর বিমানবন্দরে তৃণমূলের ৬ সাংসদ ও এক বিধায়ক ও মন্ত্রীকে অবৈধভাবে আটকে রেখে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।

মমতার পর অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও এফআইআর

এর আগে অসমের তিনটি থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর করা হয়। বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি উসকানিমূলক মন্তব্য করেছেন। এবার পাল্টা অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করলেন দুই তৃণমূল সাংসদ।

অসমে নাগরিকপঞ্জি থেকে নাম বাদ গিয়েছে ৪০ লক্ষ মানুষের। এই সিদ্ধান্তের প্রতিবাদে অসমবাসীর পাশে দাঁড়াতে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিনিধি দলের ৮ জনকে শিলচর বিমানবন্দরে আটকে রাৎা হয়। অসম পুলিশ তাঁদের সিআরপিসি ১৫১ ধারায় প্রিভেনটিভ ডিটেনড করে।

তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাঁদেরকে আটকে রাখা হয়েছিল। এরপর শুক্রবার সকালে কলকাতায় ফিরে ফিরহাদ হাকিম বলেছিলেন নেত্রীর সঙ্গে কথা বলে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সেইমতো বিকেলে বিমানবন্দর থানায় এফআইআর দায়ের করা হয়।

এই এফআইআর দায়েরকে বিজেপিকে পাল্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের মতে, অসমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, আর কলকাতায় হল অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে।

English summary
TMC MPs file FIR against Chief Minister of Assam on issue of NRC. This is counter FIR of BJP. BJP filed FIR against Mamata Banerjee in Assam.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X